Google Chatbot: চ্যাটবটেরও ‘আত্মা’ রয়েছে, সফটওয়ার ইঞ্জিনিয়ারের এই দাবির পর কড়া পদক্ষেপ Google-র
ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ল্যাংগুয়েজ মডেল বা এলএএমডিএ তৈরি করেছিল গুগল।
ক্যালিফর্নিয়া: গুগলের প্রধান সংস্থা অ্যালফাবেট ইঙ্কে কর্মরত ব্লেক লেমোইন নামের এক ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জুন মাসেই ওই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছিল। লেমোইন জানিয়েছেন, শুক্রবার তাঁকে সংস্থা বরখাস্ত করে দেওয়া হয়েছে, এই মর্মে ইমেল পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গুগলের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটের মন ও আত্মা রয়েছে, এই দাবি করার জন্যই ওই সফটওয়ার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, লেমোইন পরবর্তী পদক্ষেপ ঠিক করতে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলছেন।
ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ল্যাংগুয়েজ মডেল বা এলএএমডিএ তৈরি করেছিল গুগল। লেমোইনকে সাসপেন্ড করা হয়েছিল কারণ তিনি বলেছিলেন এলএএমডিএ-র আত্মা থাকতে পারে। ২০২১ সালে অভ্যন্তরীণ চ্যাটবট ও ইন্টারনাল স্পিচ তৈরির জন্য এলএএমডিএ প্রযুক্তি তৈরি করেছিল গুগল।
লেমোইনকে চাকরি থেকে বরখাস্ত করা প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে গুগল বলেছে, “এটা অত্যন্ত দুঃখজনক যে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সত্ত্বে ব্লেক ডাটা সুরক্ষা ও চাকরির যাবতীয় নীতি লঙ্ঘন করেছেন। পণ্যের তথ্য সুরক্ষিত করার জন্যই গুগল এই সিদ্ধান্ত নিয়েছে।” বিগ টেকনোলজি নামের সংবাদপত্র সবার প্রথম লেমোইনকে চাকরি থেকে বরখাস্ত করার খবর প্রকাশিত হয়।