Government Jobs : রূপশ্রী প্রকল্পের অধীনে ‘ডেটা এন্ট্রির’ জন্য কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার টাকা
Government Jobs : রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ১৫ জুলাই আবেদনের শেষ তারিখ।
রাজ্য়েই সরকারি চাকরির বড় সুযোগ। রাজ্যে রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীরা শীঘ্রই করুন আবেদন। শূন্য়পদের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ :
৪ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ১ টি UR EC এর জন্য, ১ টি ST, ১ টি OBC A ও SC E ক্যাটাগরির প্রার্থীর জন্য ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতে হবে। যেকোনও শাখায় স্নাতক হলেই হবে। এর পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, SC/ ST প্রার্থীদের ৫ বছরের ছাড় রয়েছে। OBC প্রার্থীদের জন্য রয়েছে ৩ বছর ছাড়।
বেতন :
প্রতি মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা।
পদের নাম :
হিসাব রক্ষক (Accountant)
মোট শূন্যপদ :
১ টি শূন্যপদেই নিয়োগ করা হবে। SC ক্যাটাগিরর প্রার্থীর জন্যই এই শূন্যপদ সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা :
বাণিজ্যিক বিভাগে স্নাতক হতে হবে।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছর থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন :
প্রতি মাসে ১৫ হাজার টাকা
আবেদন পদ্ধতি :
অফলাইনেই করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram
আবেদনের শেষ দিন :
১৫ জুলাই অবধি করা যাবে আবেদন।
আবেদনপত্রের জন্য ক্লিক করুন