IBPS Clerk: আইবিপিএস ক্লার্কের জন্য ৬ হাজারের বেশি শূন্যপদ, রেজিস্ট্রেশন কবে শুরু জেনে নিন
আইবিপিএস-এর এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের দিতে হবে ৮৫০ টাকা ফি। এসসি, এসটি পরীক্ষার্থীদের দিতে হবে ১৭৫ টাকা। অনলাইনেই এই টাকা জমা দিতে হবে।
নয়াদিল্লি: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা নেন ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস। ২০২৩ সালের আইপিএস ক্লার্কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইবিপিএস-এর সাইটে নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্কের কাজে আগ্রহীরা। তবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩০ জুন। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে। ২১ জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। এই পরীক্ষায় বসতে আগ্রহীরা কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন। আইবিপিএস-এর তরফে জানানো হয়েছে, এ বছর ৬ হাজার ৩০টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে।
আইবিপিএস ক্লার্ক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে। ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই পরীক্ষায় বসার জন্য দেশের কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে আবেদনকারীকে। এবং আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। ক্লাক পদে চাকরি পেতে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষা পাশ করল হবে মেন পরীক্ষা। পরীক্ষার আগে আইবিপিএস-এর ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আইবিপিএস-এর এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের দিতে হবে ৮৫০ টাকা ফি। এসসি, এসটি পরীক্ষার্থীদের দিতে হবে ১৭৫ টাকা। অনলাইনেই এই টাকা জমা দিতে হবে।