Indian Air Force Recruitment 2022: দ্বাদশ শ্রেণি পাশ করলেই মিলবে ভারতীয় বায়ুসেনায় চাকরি, আবেদনের পদ্ধতি জেনে নিন এখনই…
Indian Air Force Recruitment 2022: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের নির্দেশিকা প্রকাশ হয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন।
কলকাতা: লেখাপড়া শেষ করার পর প্রত্যেকেই চান সম্মানজনক কোনও চাকরি করতে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মনমতো চাকরি পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে। তবে বাকি আর পাঁচটা চাকরির তুলনায় অনেকটাই আলাদা সেনাবাহিনীর চাকরি। দেশের হয়ে সেবা করার সুযোগ সহজে কেউ পান না। ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা বা নৌসেনায় যারা কর্মরত, তারা সমাজে আলাদাই সম্মানের জায়গা পান। আপনিও যদি এই সম্মানীয় চাকরি করতে চান, তবে আপনাকে দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। একাধিক পদে নিয়োগ শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনায়, ইতিমধ্যেই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের নির্দেশিকা প্রকাশ হয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন।
ভারতীয় বায়ুসেনার রেকর্ড অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন অফলাইন মাধ্যমেই করতে হবে। শূন্যপদ ও কীভাবে আবেদন করবেন, তার বিস্তারিত তথ্য জেনে নিন-
গত ২১ মে বায়ুসেনার গ্রুপ সি পদে নিয়োগের নির্দেশিকা প্রকাশ পেয়েছে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ-
নির্দেশিকা বের হওয়ার ৩০ দিনের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে। অর্থাৎ ২০ জুনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই সরকারের স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।
ইংরেজিতে প্রতি মিনিটে টাইপিং স্পিড ৩৫ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে জানতে হবে।
বয়সসীমা-
সাধারণ শ্রেণি- ১৮ থেকে ২৫ বছর।
ওবিসি-১৮ থেকে ২৮ বছর।
জনজাতি/উপজাতি- ১৮ থেকে ৩০ বছর।
নির্বাচনের পদ্ধতি-
আবেদনকারীকে প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করেই এই লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান, রিসনিং, ইংরেজি সহ কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে। প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজিতে দেওয়া হবে। উত্তরও এই দুটি ভাষায় লেখা যাবে।
এছাড়াও শারীরিক, প্রাক্টিক্যাল ও স্কিল টেস্ট হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদনকারীদের এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে- প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড, এয়ার ফোর্স রেকর্ড অফিস, সুব্রত পার্ক, নয়া দিল্লি-১১০০১০।