Indian Bank Recruitment 2022: ৮০ হাজার বেতন! ইন্ডিয়ান ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুবর্ণ সুযোগ, রয়েছে অনেক শূন্যপদ

Bank Recruitment: ব্যাঙ্কে চাকরি করতে যারা আগ্রহী তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান ব্যাঙ্ক। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে

Indian Bank Recruitment 2022: ৮০ হাজার বেতন! ইন্ডিয়ান ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুবর্ণ সুযোগ, রয়েছে অনেক শূন্যপদ
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2022 | 9:00 AM

কলকাতা: ব্যাঙ্ক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্চয় হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা অথবা ব্যবসার কারণে টাকা লেনদেন করতে ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আমাদের দেশে প্রচুর মানুষ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। সরকারি ব্যাঙ্কে চাকরি করলে মোটা বেতনের পাশাপাশি নানা সুযোগ সুবিধা মেলে। অনেক চাকরি প্রার্থী ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নেন এবং নিয়মিত ব্যাঙ্কের পরীক্ষায় বসেন। ব্যাঙ্কে চাকরি করতে যারা আগ্রহী তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান ব্যাঙ্ক। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। মে মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের ১৪ তারিখ অবধি আবেদন চলবে। সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, চিফ ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ফ্রেশাররা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য পদগুলির জন্য আবেদনকারীর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সব মিলিয়ে ৩১২ টি শূন্যপদ রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

  1. প্রথমেই ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in এ যেতে হবে।
  2. এবার ‘Career’ অপশনে ক্লিক করুন।
  3. এবার ‘new registration’-এ ক্লিক করতে হবে।
  4. এবার আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পরে আবেদন পত্র জমা দিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি কপি সেভ করে রাখুন।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

ইন্ডিয়ান ব্যাঙ্কে সব মিলিয়ে মোট ৬০ ধরনের পদে নিয়োগ করা হবে। এক একটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। সেই কারণে শিক্ষাগত যোগ্যতা দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া ভাল।

যেহেতু বিভিন্ন পদ রয়েছে, তাই পদ অনুযায়ী বেতনও বিভিন্ন। স্কেল অনুযায়ী বেতন দেখে নেওয়া যাক

স্কেল I – ৩৬,০০০ টাকা – ৬৩,৮৪০ টাকা স্কেল II – ৪৮,১৭০ টাকা-৬৯,৮১০ টাকা স্কেল III – ৬৩,৮৪০ টাকা – ৭৮,২৩০ টাকা স্কেল IV – ৭৬,০১০ টাকা – ৮৯,৮৯০ টাকা

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন