IOCL Recruitment 2022: ইন্ডিয়ান ওয়েলে জুনিয়র অপারেটর পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশ হলে মিলবে চাকরি

IOCL jobs: সংস্থার বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে মোট ৩৯টি পদে নিয়োগ করা হবে

IOCL Recruitment 2022: ইন্ডিয়ান ওয়েলে জুনিয়র অপারেটর পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশ হলে মিলবে চাকরি
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 9:00 AM

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে সরকারি থেকে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। এবার ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই সংস্থায় জুনিয়র অপারেটর পদে নিয়োগ করা হবে। ইচ্ছুই চাকরিপ্রার্থী iocl.com এ ২৯ জুলাই অবধি আবেদন করতে পারবেন। সংস্থার বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে মোট ৩৯টি পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য সাধারণ, ইডাব্লুএস এবং ওবিসি প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে ৪৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেও আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীদের ভারী গাড়ি চালনোর লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করলে মাপজোঁক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর জন্য পরীক্ষার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হবে।