Railway Recruitment: IRCTC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
নর্থ জ়োনে অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগরামিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
কলকাতা: চাকরিপ্রার্থী জন্য সুখবর! ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নর্থ জ়োনে অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগরামিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২৫ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট ৮০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেসব প্রার্থীরা কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স: আবেদনকারী প্রার্থীদের ১ এপ্রিল ২০২২ এর হিসেবে ১৫ থেকে ২৫ বছরের মধ্য হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে।
প্রথমেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
সেখানে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
এবার নর্থ জ়োন রিক্রুটমেন্ট ২০২২ বেছে নিতে হবে।
আবেদনকারীকে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে।
এবার আবেদনকারীদের ফর্মের প্রিন্ট আউট ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।