Karnataka Bank Recruitment 2022: ৪৩ হাজার টাকা বেতন! স্নাতক হলেই সরকারি ব্যাঙ্কে চাকরি

Bank Recruitment: সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে চাকরিরও প্রস্তুতি নিয়ে থাকেন অনেকে।

Karnataka Bank Recruitment 2022: ৪৩ হাজার টাকা বেতন! স্নাতক হলেই সরকারি ব্যাঙ্কে চাকরি
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2022 | 9:30 AM

কলকাতা: ব্যাঙ্ক (Government Bank) আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্চয় হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা অথবা ব্যবসার কারণে টাকা লেনদেন করতে ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। অন্যদিকে চাকরির বাজার এই মুহূর্তে অনেকটাই নিম্নমুখী। করোনা চলাকালীন অনেকেই চাকরি হারিয়েছেন। চাকরি প্রার্থীদের চাকরির অভাব আরও প্রকট হয়ে উঠেছে। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে চাকরিরও প্রস্তুতি নিয়ে থাকেন অনেকে। ব্যাঙ্কে চাকরির ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা এখানে অন্যান্য কেন্দ্রীয় সরকারি চাকরির সময় কম। চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল কর্নাটক ব্যাঙ্ক (Karnataka Bank)। ক্লার্ক পদে (Clerk Recruitment) নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আবেদনের শেষ তারিখ ২১ মে। অনলাইন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আবেদন করতে ইচ্ছুক হলে বিস্তারিত জেনে নিন…

ক্লার্ক পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

বেতন: এই পদে নির্বাচিত হলে মাসিত ৪৩,০০০ টাকা বেতন মিলবে।

বয়সসীমা: ১৮ থেকে ২৬ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ৬০০ টাকা

নির্বাচন পদ্ধতি: এই পদে নিয়োগের জন্য অনালাইন টেস্ট নেওয়া হবে। আবেদনের জন্য karnatakabank.com এই ওয়েবসাইটে যেতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন