AIIMS Delhi Recruitment 2022: দারুণ সুযোগ দিচ্ছে AIIMS, ৪১০ শূন্যপদে চলছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন…

AIIMS Delhi Recruitment 2022: প্রায় ৪০০-রও বেশি পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ১৬ মে-র মধ্যেই আবেদন জমা দিতে হবে। সরাসরি এইমস দিল্লির অফিশিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in- এ গিয়ে আবেদন করতে পারবেন।  

AIIMS Delhi Recruitment 2022: দারুণ সুযোগ দিচ্ছে AIIMS, ৪১০ শূন্যপদে চলছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 8:00 AM

নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে চাকরির বাজার। একাধিক নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ তৈরি করে দিল দেশের অন্য়তম সম্মানজনক ও বড় চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস দিল্লি(AIIMS Delhi)। প্রায় ৪০০-রও বেশি পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ১৬ মে-র মধ্যেই আবেদন জমা দিতে হবে। সরাসরি এইমস দিল্লির অফিশিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in- এ গিয়ে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা-

এইমস দিল্লিতে মোট ৪১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অ্যানেসথেসিওলজি পেইন মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার- ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অঙ্কোলজি অ্যানেসথেসিওলজি- মোট ২২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

প্যালিয়েটিভ মেডিসিন- মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কার্ডিয়াক-অ্যানেসথেসিওলজি-  মোট ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিউরো-অ্যানেসথেসিওলজি-  মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

রেডিয়ো-ডায়াগনসিস অ্যান্ড ইন্টারবেনশনাল রেডিয়োলজি- মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কার্ডিয়োভাসকুলার রেডিয়োলজি অ্যান্ড এন্ডোভাসকুলার ইন্টারভেনশন- মোট ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিউরোইমেজিং অ্যান্ড ইন্টারভেনশনাল নিউরো-রেডিয়োলজি- মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অর্থোপেডিক্স- মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ফার্মাকোলজি- মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

প্রস্থোডনটিক্স- ১টি পদে নিয়োগ করা হবে।

অর্থোডনটিক্স- ১টি পদে নিয়োগ করা হবে। ক্রিটিকাল অ্যান্ড ইনটেনসিভ কেয়ার- ৬টি পদে নিয়োগ করা হবে।

মে়ডিক্যাল অঙ্কোলজি- মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মেডিসিন- ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ইমার্জেন্সি মেডিসিন- ১৫টি শূন্য়পদে নিয়োগ করা হবে।

এছাড়াও একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগের পদ্ধতি-

অনলাইন মাধ্যমে সিবিটি মোডে পরীক্ষা হবে। এরপরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইতে এই পরীক্ষাগুলি হবে।

আবেদনের ফি-

জেনারেল ও ওবিসি শ্রেণির আবেদনকারীদের ফি বাবদ ১৫০০ টাকা দিতে হবে।

শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ও অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি বাবদ ১২০০ টাকা দিতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।