NTRO Recruitment 2023: রেল মন্ত্রকের অধীনে চলছে কর্মী নিয়োগ, কারা এই পদে আবেদন করতে পারবেন?
NTRO Recruitment 2023: আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিন্যান্স, বাজেট বা অ্যাকাউন্টস বিভাগে।
নয়া দিল্লি: রেল মন্ত্রকের অধীনে চাকরির দারুণ সুযোগ। ন্য়াশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের (National Technical Research Organization) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এনটিআরও(NTRO)-র তরফে জানানো হয়েছে, ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য় প্রার্থীদের পাশাপাশি ভারতীয় রেলে অফিসার পদে যারা কাজ করেন, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
গত ১ জুন এই শূন্য়পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শূন্য়পদের বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে। usd@rb.railnet.gov.in- এই আইডিতে স্ক্য়ান করা আবেদনপত্র পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্য়তা-
আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিন্যান্স, বাজেট বা অ্যাকাউন্টস বিভাগে। সরকারের লেভেল-১২ পে ম্যাট্রিক্সের অধীনে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর ধার্য করা হয়েছে।
ন্য়াশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, পাঁচ বছরের জন্য এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।