NIELIT recruitment 2023: সরকারি চাকরির দারুণ সুযোগ, NIELIT-তে চলছে একাধিক শূন্যপদে নিয়োগ

NIELIT recruitment 2023: ন্যাশনাল ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স অ্য়ান্ড ইনফরমেশন টেকনোলজির তরফে জানানো হয়েছে, মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট, ডেপুটি ম্যানেজার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

NIELIT recruitment 2023: সরকারি চাকরির দারুণ সুযোগ, NIELIT-তে চলছে একাধিক শূন্যপদে নিয়োগ
চাকরির সুযোগ।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 7:00 AM

নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য় রয়েছে সুখবর। ন্যাশনাল ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স অ্য়ান্ড ইনফরমেশন টেকনোলজির তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ন্যাশনাল ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনের তরফে জানানো হয়েছে, সায়েন্টিস্ট, ডেপুটি ম্যানেজার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৩ অগস্ট। আগ্রহী আবেদনকারীরা  এনআইইএলআইটি-র অফিসিয়াল ওয়েবসাইট nielit.gov.in – এ গিয়ে আবেদন করতে পারেন।

শূন্য়পদ-

ন্যাশনাল ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স অ্য়ান্ড ইনফরমেশন টেকনোলজির তরফে জানানো হয়েছে, মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট, ডেপুটি ম্যানেজার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

লেভেল ১০ ও তার উপরের এই শূন্যপদে আবেদনের জন্য ৮০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। লেভেল ৭ বা তার নিজের শূন্যপদে আবেদন করার জন্য ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি, উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে এনআইইএলআইটি-র অফিসিয়াল ওয়েবসাইট nielit.gov.in – এ  যেতে হবে।

এবার হোমপেজে রিক্রুটমেন্ট ট্য়াবে ক্লিক করুন।

এরপরে নাম রেজিস্ট্রেশন করে আবেদন পত্র পূরণ করুন।

প্রয়োজনীয় তথ্য আপলোড করুন।

এবার আবেদন ফি জমা দিয়ে ফর্ম জমা দিন।