NTPC Recruitment 2024: সরকারি চাকরির দারুণ সুযোগ, স্নাতকরা এখনই করুন আবেদন
NTPC Recruitment 2024: কর্মী নিয়োগ হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে। এনটিপিসির তরফে জানানো হয়েছে, ২২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি।
নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। কর্মী নিয়োগ হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে। এনটিপিসির তরফে জানানো হয়েছে, ২২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি।
এনটিপিসির তরফে জানানো হয়েছে, অ্য়াসিস্টেন্ট এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
বেতন–
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আগ্রহী আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে।
অভিজ্ঞতা-
এই শূন্যপদে আবেদনকারীদের ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৫ বছর হতে পারবে। তবে ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ১০ বছর ও জনজাতি-উপজাতির ক্ষেত্রে ৫ বছর অবধি বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।