BHU Recruitment 2024: ২ লক্ষ টাকা অবধি বেতন, বিপুল কর্মী নিয়োগ হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে

BHU Recruitment 2024: বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২৫৮টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে ৫ ফেব্রুয়ারি অবধি আবেদন করা যাবে। হার্ড কপি সহ আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

BHU Recruitment 2024: ২ লক্ষ টাকা অবধি বেতন, বিপুল কর্মী নিয়োগ হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 6:30 AM

নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চলছে কর্মী নিয়োগ। গ্রুপ-এ ও গ্রুপ-বি-তে নন-টিচিং পোস্টে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি।

বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২৫৮টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে ৫ ফেব্রুয়ারি অবধি আবেদন করা যাবে। হার্ড কপি সহ আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

শূন্যপদ-

এগজেকিউটিভ ইঞ্জিনিয়ার- মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সিস্টেম ইঞ্জিনিয়ার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

জুনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ডেপুটি লাইব্রেরিয়ান- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

চিফ নার্সিং অফিসার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নার্সিং সুপারিন্টেন্ডেন্ট- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মেডিক্যাল অফিসার- ২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নার্সিং অফিসার- ২২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

গ্রুপ-এ শূন্যপদে আবেদন করার জন্য ১০০০ টাকা এবং গ্রুপ-বি শূন্যপদে আবেদন করার জন্য় ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

বেতন-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের সর্বোচ্চ বেতন ২ লক্ষ ১৭ হাজার টাকা অবধি হতে পারে।