NIACL Recruitment: নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে ৩০০ পদে নিয়োগ

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ৬০০ টাকা ফি জমা দিতে হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ভাগে। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় বসতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে।

NIACL Recruitment: নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে ৩০০ পদে নিয়োগ
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 8:45 AM

নয়াদিল্লি: নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড (NIACL) ৩০০টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে যাঁরা আবেদন করতে চান, তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। গোটা দেশেই এই ৩০০ জনকে নিয়োগ করা হবে। তবে কোন রাজ্যে কত জনকে নিয়োগ করা হবে, সে ব্যাপারে এখন বিস্তারিত জানানো হয়নি। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্তাবলী বিস্তারিত উল্লেখিত হয়েছে।

এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক পাশ করতে হবে। সেই সঙ্গে স্নাতক বা উচ্চ মাধ্যমিক স্তরে বিষয় হিসাবে ইংরেজি থাকা বাধ্যতামূলক। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এসসি, এসটি ক্যাটিগরি আবেদনকারীদের জন্য বয়সসীমায় পাঁচ বছরের ছাড় রয়েছে। ওবিসি-রা ছাড় পাবেন তিন বছর। বিধবা, ডিভোর্সী মহিলারা পাঁচ বছরের ছাড় পাবেন বয়সসীমায়।

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ৬০০ টাকা ফি জমা দিতে হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ভাগে। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় বসতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে। ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে। ১৫ ফেব্রুয়ারি অবধি আবেদন করা যাবে। নিয়োগের পর প্রতি মাসে ৩৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।