NTPC recruitment 2023: ইঞ্জিনিয়ারিং ট্রেনির একাধিক পদে নিয়োগ করবে এনটিপিসি
NTPC: ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি হিসাবে একাধিক পদে নিয়োগ করবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
নয়া দিল্লি: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন? সরাসরি কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি হিসাবে একাধিক পদে নিয়োগ করবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই এনটিপিসি-র অফিশিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এর মাধ্যমে আবেদন করুন।
শূন্যপদ
ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি হিসাবে মোট ৪৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি, মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ২০০টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৮০টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি এবং খনি ইঞ্জিনিয়ারিংয়ে ৬৫টি শূন্যপদ রয়েছে।
বয়স
আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ৬৫ শতাংশ নম্বর-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের। এছাড়া GATE 2023 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের GATE 2023 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় মেধা অনুযায়ী প্রাথমিকভাবে বাছাই করা হবে। তারপর ইন্টারভিউ হবে।
আবেদন ফি
সাধারণ ক্যাটেগরির আবেদন ফি ৩০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না।
আরও বিস্তারিত জানতে এনটিপিসি-র অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।