Nursing Jobs: উচ্চমাধ্যমিকের পর নার্সিং পড়ার স্বপ্ন? গ্রামাঞ্চলের মেয়েদের জন্য রয়েছে বড় সরকারি চাকরির সুযোগ
Nursing Jobs: এএনএম বা জিএনএমের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়ার কোনও বাধ্যবাধকতা নেই। সায়েন্স ছাড়াও আর্টস ও কমার্সের পড়ুয়ারাও সহজেই এই দুই কোর্সে ভর্তি হতে পারেন।
কলকাতা: উচ্চমাধ্যমিকের (Higher Secondary exam) পর অন্যান্য পেশার পাশাপাশি নার্সিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার কথা ভাবেন অনেকেই। এদিকে করোনা পরবর্তী সময়ে গোটা দেশ তথা আমাদের রাজ্যে নার্সিং (Nursing Jobs) পেশায় কাজের সুযোগ অনেকটাই বেড়ে গিয়েছে। তবে উচ্চমাধ্যমিকের পর নার্সিং পড়তে চাইলে বর্তমানে তিনটি ভিন্ন ভিন্ন কোর্স রয়েছে। এএনএম, জিএনএম ও বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করলে কিছু বছর পরেই মিলতে পারে মোটা বেতনের চাকরি, এমনকী সুযোগ আসতে পারে সরকারি চাকরিরও। তবে বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করা ছাত্রীরাই ভর্তি হতে পারেন।
তবে এএনএম বা জিএনএমের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়ার কোনও বাধ্যবাধকতা নেই। সায়েন্স ছাড়াও আর্টস ও কমার্সের পড়ুয়ারাও সহজেই এই দুই কোর্সে ভর্তি হতে পারেন। উচ্চমাধ্যমিকে মূল ধারায় পড়াশোনা শোনা করা পড়ুয়ারা ছাড়াও যাঁরা এগ্রিকালচার, হেলথ, হোম ম্যানেজমেন্টের মত বিষয়গুলিতে যাঁরা ভোকেশনাল দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন তাঁরাও এ দুই কোর্সে ভর্তি হওয়ার যোগ্য। বিএসসি নার্সিং পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের জন্য দরজা খোলা থাকলেও জিএনএম পরীক্ষার ক্ষেত্রে ছাত্র, ছাত্রী উভয়েই আবেদন করতে পারেন। কিন্তু, এএনএমে আবার শুধুমাত্র গ্রামাঞ্চলের মেয়েরা আবেদন করতে পারেন।
এএনএম কোর্সটি ২ বছরের। এই কোর্স নিয়ে পড়াশোনা করলে শুধুনাত্র সরকারি ক্ষেত্রগুলিতেই চাকরি পাওয়া যায়। অন্যদিকে জিএনএম কোর্স ৩ বছরের। পঞ্চায়েত ও পৌরসভা, উভয় এলাকার ছাত্র-ছাত্রীরাই এ কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে দুটি কোর্সের ক্ষেত্রে রয়েছে প্রবেশিকা পরীক্ষা। কলা, বাণিজ্য ও সায়েন্স, যে কোনও শাখায় ৪০ শতাংশ নম্বর থাকলে তবে করা যায় আবেদন। একইসঙ্গে ইংরেজীতে আলাদা ভাবে ৪০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। তবে আবেদনকারীদের বয়স ১৭ থেকে ৩৫ বছরে মধ্যে হতে হবে।