OHPCL Recruitment 2023: ২৫ হাজার টাকা থেকে বেতন শুরু, আইটিআই পাশদের জন্য চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এইভাবে
OHPCL Recruitment 2023: টেকনিক্যাল নন-এগজেকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, আগামী ১৭ অগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া শুরু হবে।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চাকরির সুযোগ দিচ্ছে ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Odisha Hydro Power Corporation Limited)। টেকনিক্যাল নন-এগজেকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, আগামী ১৭ অগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর।
শূন্যপদ-
ইলেকট্রিকাল ট্রেনি (অপারেটর, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান)- মোট ৮১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেক্যানিকাল ট্রেনি (অপারেটর, ফিটার)- ৩৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ওয়েল্ডার ট্রেনি- মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ক্রেন অপারেটর ট্রেনি- ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ওয়ারম্যান ট্রেনি- ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
স্টোর কিপার ট্রেনি- ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ভাতা-
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ২২ হাজার ৭০০ টাকা স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হলে, ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি-
কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চনের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী আবেদনকারীরা ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.ohpcltd.com – এ গিয়ে আবেদন পাঠাতে পারেন।