Primary TET: TET পরীক্ষায় ‘শিশুর বিকাশ ও মনোস্তত্ত্ব’-বিষয়ে থাকবে ৩০ নম্বর, কেমন হবে প্রশ্নপত্র?

Primary TET: শিশুর বেড়ে ওঠা সম্পর্কে ধারণা থাকতে হবে। বৃদ্ধি ও ক্রমবিকাশের তফাৎ সম্পর্কেও জানতে হবে।

Primary TET: TET পরীক্ষায় 'শিশুর বিকাশ ও মনোস্তত্ত্ব'-বিষয়ে থাকবে ৩০ নম্বর, কেমন হবে প্রশ্নপত্র?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 1:47 PM

টেট পরীক্ষার আর খুব বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে পর্ষদ। কোন বিষয়ে কেমন প্রশ্ন হবে, তা প্রকাশ করা হয়েছে। মোট ৫ টি বিষয়ে হবে টেট পরীক্ষা। এর মধ্যে শিশুর বিকাশ ও মনোস্তত্ত্ব সংক্রান্ত বিষয়ে থাকবে ৩০ নম্বরের প্রশ্ন। যেহেতু প্রাথমিকের পড়ুয়ারা শিশু বা নাবালক, তাই শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই বিষয়ে প্রশ্নের বিশেষ গুরুত্ব রয়েছে।

এই বিষয়ের মধ্যে কী কী থাকছে?

১. শিশুর বেড়ে ওঠা সম্পর্কে ধারণা থাকতে হবে। বৃদ্ধি ও ক্রমবিকাশের তফাৎ সম্পর্কে জানতে হবে। শিক্ষার সঙ্গে কীভাবে বিকাশ জড়িত, সেটাও জানতে হবে।

২. বংশ ও পরিবেশ শিশুর বিকাশে কতটা প্রভাব ফেলে।

৩. শিশুর সামাজিক জগৎ। শিক্ষক ও অভিভাবকের সঙ্গে সম্পর্ক।

৪. মনস্ত্বত্ত্ববিদ ভাইগটস্কি, কোহলবার্গ ও পাইগেটে মনস্ত্বত্ত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে।

৫. ব্যক্তিত্ব গঠন নিয়ে ফ্রয়েড ও এরিকসনের স্ত্বত্ত্ব সম্পর্কে অবগত থাকতে হবে।

৬. বুদ্ধি ও বিকাশ নিয়ে গার্ডনার, গিলফোর্ড,স্টার্ন বার্গের থিয়োরি জানতে হবে।

৭. প্রত্যেক পড়ুয়ার শেখার ক্ষেত্রে তফাৎ থাকতে পারে, তাই সে ক্ষেত্রে শিক্ষাদানের প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকতে হবে।

বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য

১. প্রত্যন্ত এলাকা, পিছিয়ে পড়া শ্রেনি থেকে আসা শিশুদের শিক্ষাদান কীভাবে করা যায়, তা জানতে হবে।

২. বিশেষভাবে সক্ষম শিশুদের পাঠ সম্পর্কে জানতে হবে। শারীরিকভাবে অক্ষম, মানসিক সমস্যায় ভুগছে, ডিসলেক্সিয়ার মতো সমস্যায় আক্রান্ত এমন শিশুদের পাঠদানের ধরন জানতে হবে।

৩. বিশেষভাবে সক্ষম কিন্তু সৃজনশীল শিশুর শিক্ষাদান কীভাবে হয় বুঝতে হবে।

শিক্ষা পদ্ধতি

১. শিক্ষার্থী-কেন্দ্রিক প্রগতিশীল শিক্ষাদান।

২. লেকচার, প্রজেক্ট, সমস্যা সমাধান, সহ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতির বিষয়ে জানতে হবে।

৩. পরীক্ষা নেওয়ার পদ্ধতি, মূল্য়ায়ন করা নিয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।

কেমন হবে প্রশ্ন?

প্রশ্নপত্রের নমুনা