ISI Kolkata Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কলকাতার ISI-তে, মাসিক বেতন কত জানেন?

ISI Kolkata Recruitment: রিসার্চ অ্য়াসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)। তিনটি পদে নিয়োগ করা হবে। মাসিক বেতন ৪৭ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকা।

ISI Kolkata Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কলকাতার ISI-তে, মাসিক বেতন কত জানেন?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 8:41 AM

রিসার্চ অ্য়াসোসিয়েট পদে কর্মী নিয়োগ করছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীদের ৩১ মে-র মধ্য়ে করতে হবে আবেদন।

নিয়োগকারী সংস্থা:

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)

পদের নাম:

রিসার্চ অ্য়াসোসিয়েট (Research Associate)

শূন্যপদের সংখ্যা:

৩ টি

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতা

শিক্ষাগত যোগ্যতা:

ISI কলকাতার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

কোনো ফি দিতে হবে না প্রার্থীদের

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে

আবেদন পদ্ধতি:

নির্দিষ্ট ফরম্যাটে আগ্রহী প্রার্থীদের ইমেলে আবেদনপত্র পাঠাতে হবে।

ইমেল আইডি:

headsqc@isical.ac.in

বেতন:

মাসিক বেতন ৪৭ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকা

আবেদনের শেষ তারিখ:

৩১ মে অবধি করা যাবে আবেদন

এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন