CISCE Result 2023: আজ ICSE ও ISC রেজাল্ট প্রকাশ, দেখে নিন এখানে

CISCE-র অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ অথবা DigiLocker এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। SMS অথবা DigiLocker- এর মাধ্যমে কীভাবে ফল দেখবেন, এখানে দেওয়া হল।

CISCE Result 2023: আজ ICSE ও ISC রেজাল্ট প্রকাশ, দেখে নিন এখানে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 1:59 AM

নয়া দিল্লি: CISCE (দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস)-র ICSE অর্থাৎ দশম এবং ISC বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হতে চলেছে। আজ, ১৪ মে ফল প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে CISCE। বিকাল ৩টেয় CISCE-র অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। তারপর অর্থাৎ বিকাল ৩টের পর থেকেই ICSE অর্থাৎ দশম এবং ISC বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল দেখা যাবে। CISCE-র অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ অথবা DigiLocker এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। SMS অথবা DigiLocker- এর মাধ্যমে কীভাবে ফল দেখবেন, এখানে দেওয়া হল।

SMS-এর মাধ্যমে ICSE ফলাফল দেখুন শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে তাদের ICSE দশম শ্রেণির ফলাফল দেখা যেতে পারে। ICSE পরীক্ষার ফলাফল পেতে ছাত্রদের তাদের সাত অঙ্কের রোল নম্বরটি পাঠাতে হবে। তারপরই মোবাইলে রেজাল্ট চলে আসবে।

ডিজিলকারে মার্কশিট পান ICSE এবং ISC বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (DeitY) বিভাগ দ্বারা সেট আপ করা DigiLocker-এ অ্যাক্সেস রয়েছে। ফলে এখানেই পরীক্ষার ফল জানা যাবে।

মার্কসিট এবং সার্টিফিকেটের ডিজিটাল স্বাক্ষরিত কপি ডিজিলকারের মাধ্যমে প্রাপ্ত হবে। এছাড়াও যে প্রার্থীরা ISC দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা মাইগ্রেশন সার্টিফিকেটের ডিজিটাল স্বাক্ষরিত কপিও পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীদের জন্য উপলব্ধ, যারা ২০১৪ সাল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

প্রসঙ্গত, এবছর ICSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং ২৯ মার্চ, ২০২৩ পর্যন্ত চলে। অন্যদিকে, এবছর দ্বাদশ পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং শেষ হয় ৩১ মার্চ, ২০২৩।