Salary Hike: চলতি অর্থবর্ষে বেতন বৃদ্ধির হারে ভারত এক নম্বরে, তাতে আপনার ভাগ্যে কি শিকে ছিঁড়বে?
Financial Year Ending: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভারতের পর ভিয়েতনামে সবথেকে বেশি বেতন বৃদ্ধি হবে বলে সমীক্ষায় জানা গিয়েছে।
নয়া দিল্লি: মার্চ মাস পড়ে গিয়েছে। চাকরীজীবীরা সারা বছর ধরে মুখিয়ে থাকেন এই মাসটির জন্যই, কারণ মার্চ মাস হল ‘অ্যাপ্রেজাল’র (Appraisal) মাস। অর্থাৎ এই মাসেই গোটা বছরের কাজের পর্যালোচনা করা হয় এবং তার প্রেক্ষিতে বেতন বৃদ্ধি করা হয়। কত টাকা বেতন বাড়বে, তা নিয়ে সারা বছরই চর্চা চলে কর্মীদের মধ্যে। তবে উত্তর মেলে এপ্রিল বা মে মাসেই। সম্প্রতিই একটি সমীক্ষা করা হয়েছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (Asia-Pacific Region), এই সমীক্ষায় জানতে চাওয়া হয়েছিল ২০২৩ সালে কত টাকা বেতন বাড়তে (Salary Hike) পারে কর্মীদের। সেই সমীক্ষাতেই জানা গিয়েছে, এশিয়ার মধ্যে ভারতেই (India) গড় বেতন সবথেকে বেশি বাড়তে পারে। তালিকায় এরপরে রয়েছে চিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, হংকং ও সিঙ্গাপুর।
সবথেকে বেশি বেতন বাড়বে ভারতেই-
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩ সালে ভারতে কর্মীদের গড়ে ১০ শতাংশ করে বেতন বাড়তে পারে। ২০২২ সালে ভারতীয়দের গড় বেতন বৃদ্ধি হয়েছিল ৯.৮ শতাংশ। এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ভারতেই সর্বাধিক বেতন বৃদ্ধি হয়েছিল। ২০১৯ সালেও ভারতের বেতন বৃদ্ধির হারই সবথেকে বেশি ছিল, ৯.৯ শতাংশ। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে অর্থনীতিতে যে ব্যাপক প্রভাব পড়ে, তার জেরে বেতন বৃদ্ধির হার ৭.৫ শতাংশে কমে দাঁড়ায়। ২০২১ সালে গড় বেতন বৃদ্ধির হার ৮.৫ শতাংশে বেড়ে দাঁড়ায়।
অন্য দেশে কত বেতন বৃদ্ধি হবে?
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভারতের পর ভিয়েতনামে সবথেকে বেশি বেতন বৃদ্ধি হবে বলে সমীক্ষায় জানা গিয়েছে। ২০২৩ সালে ভিয়েতনামে কর্মীদের গড়ে ৮ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে বলেই অনুমান। ইন্দোনেশিয়ায় এই বেতন বৃদ্ধির সম্ভাব্য হার ৭ শতাংশ, চিনে ৬ শতাংশ হারে বেতন বৃদ্ধি হতে পারে। তালিকায় শেষে রয়েছে হংকং ও সিঙ্গাপুর, দুই দেশেই ৪ শতাংশ হারে বেতন বৃদ্ধি হতে পারে।
কোন কোন ক্ষেত্রে সবথেকে বেশি বেতন বাড়বে?
বিশেষজ্ঞদের মতে, সংস্থায় কর্মীদের স্থায়িত্ব বাড়াতে এবার বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না। যে ক্ষেত্রগুলিতে সবথেকে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল আর্থিক পরিষেবা, তথ্য প্রযুক্তি, গেমিং, ফার্মাসিউটিক্য়াল, বায়োটেকনোলজি, কেমিক্যাল ও রিটেল সেক্টর।