Teacher Recruitment : রাজ্যে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ চলছে, শর্ত একটাই…
Teacher Recruitment : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। ওয়াক-ইন ইন্টারভিউয়ে প্রার্থীর যোগ্যতা বেছে নেওয়া হবে। ২০ জুলাই ঠিক হয়েছে ইন্টারভিউয়ের দিন।
রাজ্যে শিক্ষক-শিক্ষিকাদের জন্য চাকরির বড় সুযোগ। বীরভূমের স্কুলে গেস্ট সাবজেক্ট টিচার (Guest Subject Teacher) পদে নিয়োগ করা হবে। শিক্ষক -শিক্ষিকা ছাড়াও নিরাপত্তারক্ষীও (Security Guard) নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন-
পদের নাম :
গেস্ট সাবজেক্ট টিচার (Guest Subject Teacher) ও নিরাপত্তারক্ষী (Security Guard)
শূন্যপদের সংখ্যা :
মোট ১০ টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে ৯ টি পদ রয়েছে শিক্ষক নিয়োগের জন্য। আর একটি পদের জন্য নেওয়া হবে নিরাপত্তারক্ষীকে।
নিয়োগস্থল :
বীরভূমে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনকারীকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। ১ জুলাই ২০২২ এর আগে তাঁকে কাজ থেকে অবসর নিয়ে থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা থাকলে ভাল।
বয়সসীমা :
আগ্রহী প্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে ৬৪ বছর।
আবেদন ফি :
এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন-ইন্টারভিউ
ইন্টারভিউয়ের দিন :
২০ জুলাই গেস্ট টিচারের ইন্টারভিউয়ের দিন স্থির হয়েছে। আর ২১ জুলাই হবে নিরাপত্তারক্ষীদের নিয়োগ। প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।
ইন্টারভিউয়ের স্থল :
Office Chamber of S.D.O, Suri, Sadar 1st Floor of Prshashan Bhawan- West Bengal
বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট – birbhum.gov.in