Recruitment News: কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ১,১২,৪০০

Recruitment News: ইচ্ছুক প্রার্থীদের প্রয়োজনীয় সব নথি জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ৪ অক্টোবর থেকে আবেদনের সময় শুরু হয়েছে। এক মাস পর্যন্ত সময় আছে আবেদন করার।

Recruitment News: কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ১,১২,৪০০
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 6:23 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সরকারের তরফে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল-কাম-লেবার কোর্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বয়স হতে হবে ৫৬ বছর বা তার কম।

মন্ত্রকের অধীনে জেনারেল সেন্ট্রাল সার্ভিস বিভাগে করা হবে এই নিয়োগ। ডেপুটেশনে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ডেপুটেশনের মেয়াদ হবে এক বছর। সেই মেয়াদ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যতদিন না ওই পদে নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত মেয়াদ বর্ধিত করা হবে।

ইচ্ছুক প্রার্থীদের প্রয়োজনীয় সব নথি জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ৪ অক্টোবর থেকে আবেদনের সময় শুরু হয়েছে। এক মাস পর্যন্ত সময় আছে আবেদন করার। ওই পদের বেতন হবে সর্বোচ্চ ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা।

যোগ্যতা

কেন্দ্রীয় সরকারের কোনও বিভাগে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

যে কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে বাকি যোগ্যতার বিষয়ে উল্লেখ রয়েছে।

The Presiding Officer Central Government Industrial Tribunal-cum-Labour Court, B-Block, 7th Floor, Multi Storey Building, Lal Darwaja, Ahmedabad (Gujarat) – 380001- এই ঠিকানায় বায়োডাটা, প্রয়োজনীয় শংসাপত্র পাঠাতে হবে।