Railways Recruitment 2023: উচ্চ মাধ্যমিক পাশেও চাকরির সুযোগ রেলে, এই তারিখের মধ্যে আবেদন করুন

Railways Recruitment 2023: সেন্ট্রাল রেলওয়ের রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে,  গ্রুপ সি ও ডি-তে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি-র অধীনে ২১টি শূন্যপদে এবং গ্রুপ ডি-র অধীনে ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে গ্রুপ ডি-তে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে।

Railways Recruitment 2023: উচ্চ মাধ্যমিক পাশেও চাকরির সুযোগ রেলে, এই তারিখের মধ্যে আবেদন করুন
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 7:35 AM

নয়া দিল্লি: ভারতীয় রেলে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি-র অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৭ অক্টোবর।

সেন্ট্রাল রেলওয়ের রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে,  গ্রুপ সি ও ডি-তে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি-র অধীনে ২১টি শূন্যপদে এবং গ্রুপ ডি-র অধীনে ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে গ্রুপ ডি-তে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

গ্রুপ-ডি শূন্য়পদে যারা আবেদন করতে চান, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা স্নাতক হতে হবে।

গ্রুপ-সি পদে আবেদনের জন্য় আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

আবেদন প্রক্রিয়া-

  • এই শূন্য়পদে আবেদন করার জন্য় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.rrccr.com – এ ক্লিক করতে হবে।
  • এরপরে হোমপেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
  • এবার আবেদন পত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
  • রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে আধার কার্ড আপলোড করতে হবে।
  • নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই আপনার নম্বরে একটি ওটিপি আসবে। সেই নম্বর বসালেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।
  • আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পাঠানো হয়ে যাবে।