SBI Recruitment: একাধিক পদে নিয়োগ SBI-তে, বেতন বার্ষিক ১৯.৫০ লক্ষ টাকা

SBI Recruitment: SBI তে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ১২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

SBI Recruitment: একাধিক পদে নিয়োগ SBI-তে, বেতন বার্ষিক ১৯.৫০ লক্ষ টাকা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2022 | 8:00 AM

ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য এখানে জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ৬৫ টি শূন্যপদে নিয়োগ হচ্ছে।

পদের নাম:

স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে চলছে নিয়োগ। ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) [Manager (Credit Analyst)] পদে ৫৫ টি, ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল পেমেন্ট) [Manager (Projects-Digital Payments)] পদে ৫ টি, ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল পেমেন্টস/কার্ডস) [Manager (Products-Digital Payments/ Cards)] পদে ২ টি , ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)[Manager (Products-Digital Platforms)] পদে ২ টি, সার্কেল উপদেষ্টা [ Circle Advisor (Central Armed Police Forces)] পদে ১ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এবং এর পাশাপাশি রেগুলারে MBA(ফিন্যান্স)/PGDBA/PGDBM/MMS (ফিন্যান্স)/CA/CFA/ICWA করতে হবে প্রার্থীকে।

এছাড়া বাকি পদে আবেদনের জন্য বিস্তারিত বিজ্ঞাপন দেখে নিন।

বয়সসীমা:

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

ম্যানেজার (প্রজেক্ট-ডিজিটাল পেমেন্ট), ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল পেমেন্টস/কার্ডস),ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম) ও প্রার্থীর বয়স হতে হবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

সার্কেল উপদেষ্টা পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর। তবে প্রার্থীর বয়স ১৯৬০ সালের ২ নভেম্বরের আগে জন্মালে হবে না।

আবেদনমূল্য:

জেনারেল ক্যাটাগরির প্রার্থী, ওবিসি, EWS প্রার্থীদের ৭৫০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে। তবে SC/ST/PwBD ক্যাটাগরির প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।

আবেদন পদ্ধতি:

অনলাইনে করতে হবে আবেদন।

বেতন:

সার্কেল উপদেষ্টা ছাড়া বাকি পদে মাসিক বেতন মিলবে ৬৩,৮৪০ টাকার কাছাকাছি।

সার্কেল উপদেষ্টা পদে বছরে মিলবে ১৯.৫০ লক্ষ টাকা। এর পাশাপাশি ফোনের মাসিক বিলের টাকা পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ:

১২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন সম্বন্ধে বিস্তারিত জেনে নিন:

সার্কেল উপদেষ্টা পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

ক্রেডিট অ্যানালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন