NIA Recruitment: NIA-তে যোগ দিতে ইচ্ছুক? লক্ষাধিক টাকা বেতনে একাধিক পদে হচ্ছে নিয়োগ
NIA Recruitment: NIA-তে নিয়োগ করা হচ্ছে। ৫ মার্চের মধ্যে করতে হবে আবেদন।
কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের সুযোগ চাকরি প্রার্থীদের সামনে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (National Investigation Agency) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় (National Investigation Agency) নিয়োগ করা হচ্ছে।
পদের নাম:
ইনস্পেক্টর ও সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের সংখ্যা:
মোট ১১৮ টি পদে নিয়োগ করা হচ্ছে। ইনস্পেক্টর পদে ২৮ টি শূন্যপদ ও সাব ইনস্পেক্টর পদে মোট ৯০ টি শূন্যপদ রয়েছে।
নিয়োগস্থল:
সমগ্র ভারতেই নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক সম্পন্ন করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর। বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের মার্চ মাস অনুযায়ী।
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি :
অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বেতন:
সাব ইনস্পেক্টর পদে মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদনের শেষ তারিখ:
৫ মার্চ অবধি করা যাবে আবেদন।