LIC Recruitment 2023: ৫৩ হাজার টাকা বেতন, ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে LIC- তে, আবেদন করুন এখনই

LIC Recruitment 2023:  এলআইসি-র তরফে জানানো হয়েছে,  সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে।

LIC Recruitment 2023: ৫৩ হাজার টাকা বেতন, ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে LIC- তে, আবেদন করুন এখনই
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 8:05 AM

নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। দেশের সবথেকে বড় ও রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Unsurance Corporation of India), যা সংক্ষেপে এলআইসি (LIC) নামে পরিচিত, সেই সংস্থায় কর্মী নিয়োগ (Recruitment 2023) শুরু হয়েছে। যাদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, তারা যেমন এই শূন্য়পদে আবেদন করতে পারবেন, তেমনই নবাগত বা ফ্রেশাররাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ হল ৩১ জানুয়ারি, ২০২৩।

কীভাবে আবেদন করবেন?

এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, এলআইসি-র অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে এই শূন্যপদের আবেদন করা যাবে। এর জন্য লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট licindia.in – এ যেতে হবে।  অন্য কোনও মাধ্যমে এই শূন্যপদে আবেদন করলে, সেই আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার দিনক্ষণ-

এলআইসি-র তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সহ তিন স্তরে পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি অবধি নিয়োগ পরীক্ষা করা হবে। আবেদনকারীদের স্বাস্থ্য় পরীক্ষাও করাতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

এলআইসি-র তরফে জানানো হয়েছে,  সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ২১ বছর। সর্বোচ্চ ৩০ বছর বয়স অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

বেতন-

এলআইসির অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ৫৩ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে।