KMC Recruitment: কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাসিক বেতন ৬০ হাজারের কাছাকাছি

KMC Recruitment: কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন ৬০ হাজারের কাছাকাছি।

KMC Recruitment: কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাসিক বেতন ৬০ হাজারের কাছাকাছি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 8:35 AM

আর্থিক মন্দা প্রায় এসেই গিয়েছে। একাধিক সংস্থা পরপর কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। চাকরির বাজারে হাহাকার। এই আবহে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাও আবার সরকারি চাকরিতে নিয়োগ। কলকাতা পৌরনিগমের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

কোয়ালিটি ম্যানেজার পদে করা হচ্ছে নিয়োগ।

শূন্যপদের সংখ্যা:

১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

KMC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত BDS, B.Sc নার্সিং, BAMS, BHMS, BUMS ও MBBS পাশ করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির ভিত্তিতে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation CMO Building. 5, S.N Banerjee Road, Kolkata-700 013 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

বেতন:

এই পদে মাসিক বেতন ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ:

১৩ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।