West Bengal Job: মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ভারতীয় রেলের, জানুন আবেদন পদ্ধতি

West Bengal Job: যে রেলওয়ে ডিভিশনগুলিতে যতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল ক্যারিজ রিপেয়ার ওয়ার্কশপ -১৯০টি, খুড়দা রোড ডিভিশন-২৩৭টি শূন্যপদ, ওয়ালটেয়ার ডিভিশন- ২৬৩টি শূন্যপদ, সম্বলপুর ডিভিশন-৬৬টি শূন্যপদ।

West Bengal Job: মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ভারতীয় রেলের, জানুন আবেদন পদ্ধতি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 8:29 PM

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ভুবনেশ্বরের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। খুশির খবর হল এই পদগুলিতে প্রশিক্ষণ চলার সময় স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে প্রতি মাসে। ভারতীয় রেলের ইস্টার্ন কোস্ট রেলওয়ে বিভাগের বিভিন্ন ইউনিটে অ্যাপ্রেন্টিস পদে এই কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যেসব ইউনিটে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশন, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেন্টার, মেকানিক, প্লাম্বার, টার্নার এবং ম্যাশন। মোট ৭৫৬টি শূন্য পদে এই নিয়োগ করা হবে।

এই শূন্যপদগুলির মধ্যে যে রেলওয়ে ডিভিশনগুলিতে যতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল ক্যারিজ রিপেয়ার ওয়ার্কশপ -১৯০টি, খুড়দা রোড ডিভিশন-২৩৭টি শূন্যপদ, ওয়ালটেয়ার ডিভিশন- ২৬৩টি শূন্যপদ, সম্বলপুর ডিভিশন-৬৬টি শূন্যপদ।

বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি

ভারতীয় রেলওয়ের এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ৭ মার্চ ২০২২ এর মধ্যে হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থী বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট ছাড় দেওয়া হবে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক পাশের ক্ষেত্রে থাকতে হবে ৫০ শতাংশ নম্বর। পাশাপাশি আবেদনকারীরা যে পদের জন্য আবেদন করবেন, তাদের সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

এই শূন্যপদগুলিতে আবেদন করতে হবে অনলাইনে। অফলাইনে কোনো আবেদন করা যাবে না। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। আবেদন করার শেষ তারিখ হল আগামী ৭ মার্চ ২০২২। আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে ১০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। আবেদন ফি অনলাইনেই জমা দেওয়া যাবে। তবে সংরক্ষিত প্রার্থী অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন ফি, স্টাইপেন্ড, হেল্পলাইন

এই পদে নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস নিয়োগের সরকারি নিয়মানুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। যদি প্রার্থীরা আবেদন করার সময় কোনো সমস্যা বা জটিলতার মধ্যে পড়েন তাহলে তারা ৮১২৫৯৩০৭২৬ নম্বরে (টেকনিক্যাল সমস্যা) এবং ৮৪৫৫৮৮৫৬৪৫ নম্বরে (অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: West Bengal Job: ৯০০ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক, জানুন আবেদন পদ্ধতি