West Bengal Job: ৯০০ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক, জানুন আবেদন পদ্ধতি
West Bengal Job: প্রায় ৯০০-এর বেশি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিকই এই পদে আবেদন করতে পারবেন।
কলকাতা: করোনা মহামারী পরবর্তী ফের শুরু হয়েছে কর্মসংস্থানের বাজার। সেই তালিকায় এবার যোগ হল কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম। সারা দেশজুড়ে বিভিন্ন শাখায় গ্রুপ সি কর্মী নিয়োগ করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। প্রায় ৯০০-এর বেশি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিকই এই পদে আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের যে যে শাখায় কর্মী নিয়োগ করবে সেই ব্রাঞ্চ এবং শূন্যপদগুলি হল- কলকাতা-২৬টি, আহমেদাবাদ ৩৫টি, ব্যাঙ্গালোর ৭৪টি, ভূপাল-৩১টি, ভুবনেশ্বর ৩১টি, চণ্ডীগঢ়-৭৮টি, চেন্নাই-৬৬টি, গুয়াহাটি-৩২টি, হায়দরাবাদ-৪০টি, জয়পুর-৪৮টি, জম্মু-১২টি, কানপুর এবং লখনউ-১৩১টি, মুম্বই১২৮টি, নাগপুর-৫৬টি, নিউ দিল্লি-৭৫টি, পাটনা-৩৩টি, তিরুবনন্তপূরম এবং কোচি-৫৪টি।
পদের নাম, শূন্যপদ, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা
সহায়ক পদে(গ্রুপ সি) মোট শূন্য পদ ৯৫০টি। এর মধ্যে এসসি-১৫১টি, এসটি-১২৩টি, ওবিসি-১৪৬টি, ইডব্লিউএস-৯০টি এবং জেনারেল-৪৪০টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১.০২.২০২২ তারিখের মধ্যে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি ছাড় পাবেন। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ২০,৭০০ টাকা। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানকে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রার্থীদের বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।
নির্বাচন পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র, আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থী নির্বাচন করা হবে প্রিলিমিনারি এবং প্রধান পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি নেওয়া হবে প্রার্থীদের এলপিটি (ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি) পরীক্ষাও। এই পরীক্ষাগুলি নেওয়া হবে আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি পরীক্ষা কেন্দ্রী। এই পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের আরবিআইয়ের ওয়েবসাইট www.rbi.org.in এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি, আবেদনের সময়সীমা
এই পদে আবেদন করার জন্য এসসি, এসটি, পিডব্লিউডি, ইএক্সএস প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ হিসেবে ৫০ টাকা জমা দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের আবেদন করার জন্য ইন্টিমেশন চার্জ এবং আবেদন ফি হিসেবে ৪৫০ টাকা জমা দিতে হবে। এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে এবং আবেদন করার শেষ তারিখ আগামী ৮ মার্চ ২০২২।
আরও পড়ুন: West Bengal Job: চাকরির সুবর্ণ সুযোগ, ‘TCS অফ ক্যাম্পাস ডিজিটাল হায়ারিং’, জানুন আবেদন পদ্ধতি