Government Jobs: ইন্টারভিউয়ের মাধ্যমে হাওড়াতে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চাকরির সুযোগ, বেতন কত জানেন?
District Health & Family Welfare Samiti Howrah Recruitment: হাওড়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। ১৮ মে রয়েছে ইন্টারভিউ।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ। হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির (District Health & Family Welfare Samiti Howrah) তরফে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। জাতীয় আর্বান হেলথ মিশনের অধীনে এই নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা:
হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
পদের নাম:
মেডিক্যাল অফিসার
শূন্যপদের সংখ্যা:
৬ টি পদে নিয়োগ করা হচ্ছে
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের হাওড়ার জন্য নিয়োগ করা হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করতে হবে।
বয়সসীমা:
হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
আবেদনমূল্য:
আবেদনমূল্য বাবদ কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।
বেতন:
প্রতি মাসে ৬০ হাজার টাকা
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
ইন্টারভিউয়ের দিন:
১৮ মে
ইন্টারভিউ স্থল:
DRS Hall (1st Floor), Bungalow Office Campus of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah – 711101
প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারীদের ১৮ মে এই ঠিকানায় দুপুর ১২ টার মধ্যে উপস্থিত থাকতে হবে।