Government Jobs : আবেদন ছাড়াই মিলবে সরকারি চাকরি, জানুন ইন্টারভিউয়ের স্থান-কাল
Government Jobs : রাজ্য়ে একাধিক পদে চলছে নিয়োগ। এর জন্য কোনও আবেদন করতে হবে না। সরাসরি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে।
সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অধিকাংশ মানুষই মুখিয়ে থাকেন। আপনিও কি সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন! তাহলে এই নিয়োগ সংক্রান্ত তথ্য়ে মুখে হাসি ফুটবে আপনারও। কোনওরকম লিখিত পরীক্ষা ছাড়াই জেলা দফতরের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
মোট শূন্যপদ :
মোট ৩ টি পদে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম :
অর্ডারলি
শূন্যপদ :
২ টি পদে নিয়োগ করা হবে। একটি অসংরক্ষিত প্রার্থীর জন্য। আরেকটি পদ তফসিলি জাতির জন্য।
পদের নাম :
নাইট গার্ড
শূন্যপদ :
১ টি পদের জন্যই নিয়োগ হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা :
এই দুটি পদের ক্ষেত্রেই একই শিক্ষাগত যোগ্য়তা লাগবে। অষ্টম শ্রেণি পাশ করলেই করা যাবে আবেদন। এর পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারির হিসেবে দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন :
মাসিক ৭ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
এই পদের জন্য কোনও আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
আবেদন মূল্য :
উভয় পদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় :
১৭ জুন, ২০২২ সকাল ১০ টা
ইন্টারভিউয়ের স্থান :
The Office Chamber of The Chairperson, District Level Selection Committee (DLSC) & The District Magistrate, Jalpaiguri Collectorate Building, Jalpaiguri
বিস্তারিত জানতে ক্লিক করুন