Central Government Jobs : কেন্দ্রীয় সরকারে ৫০০-র বেশি পদে কর্মী নিয়োগ, বেতন শুনলে ঘুরবে মাথা
Central Government Jobs : কেন্দ্রীয় সরকারের অধীনে CDAC-তে ৫০০ -র বেশি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ২০ অক্টোবর অবধি করা যাবে আবেদন।
অনেকেই ছোটো থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। সেই মতো উচ্চ মাধ্যমিকের পর নির্দিষ্ট পথ বেছে নিয়ে পড়াশোনা শুরু হয়। তারপর কেউ কেউ প্রাইভেট সংস্থাকে বেছে নেন চাকরির জন্য। আবার কেউ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি চাকরির জন্য অপেক্ষা করেন। এবার সেইসব প্রার্থীর জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম :
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (CDAC)
পদের নাম :
প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer, Senior Project Engineer)
মোট শূন্যপদ :
মোট ৫৩০ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
বেতন :
প্রতি বছরে বেতন মিলবে প্রায় ৩.৬ থেকে ১৪ লক্ষ টাকা।
প্রজেক্ট অ্য়াসোসিয়েটের বার্ষিক বেতন- ৩.৬ থেকে ৫.০৪ লক্ষ টাকা
প্রজেক্ট ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন- ৪.৪৯ থেকে ৭.১১ লক্ষ টাকা
প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার/ প্রোগ্রাম ডেলিভারি ম্যানেজার/ নলেজ পার্টনারের বার্ষিক বেতন- ১২.৬৩ থেকে ২২.৯ লক্ষ টাকা
সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ মডিউল লিড/ প্রজেক্ট লিডের বার্ষিক বেতন- ৮.৪৯ থেকে ১৪ লক্ষ টাকা
শিক্ষাগত যোগ্যতা :
CDAC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে B BE বা B.Tech, ME বা M.Tech, কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর, কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করতে হবে।
বয়সসীমা :
প্রজেক্ট অ্য়াসোসিয়েটের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৩০ বছর।
প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম ম্যানেজার/ প্রোগ্রাম ডেলিভারি ম্যানেজার/ নলেজ পার্টনার/ সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ মডিউল লিড/ প্রজেক্ট লিডের জন্য বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
নিয়োগস্থল :
ভারতের যেকোনও জায়গায় নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন শুরুর তারিখ :
১ অক্টোবর
আবেদনের শেষ তারিখ :
২০ অক্টোবর অবধি করা যাবে আবেদন
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন