Case Worker Recruitment: শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ, ২৫ জুলাই অবধি আবেদন করা যাবে
Recruitment 2022: এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলায় জেলাশাসকের কার্যালয়ে শিশু সুরক্ষা দফতরে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে।
করোনার কারণে কর্মসংস্থানের অভাব দেখা গিয়েছিল। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলায় জেলাশাসকের কার্যালয়ে শিশু সুরক্ষা দফতরে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। ২৫ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগত্য সহ যাবতীয় তথ্য বিস্তারিত জেনে নিন।
শূন্যপদ: ১টি। এই পদটি তপসীলি জাতির জন্য সংরক্ষিত
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কাজের ৩ বছের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক।
বয়স: এই পদে আবেদনের জন্য ২৫/০৫/২০২২ এর হিসেবে ৩৫ বছর বয়স হবে।
বেতন: প্রতিমাসে ১৫ হাজার টাকা বেতন মিলবে।
আবেদন পদ্ধতি: এই পদের জন্য শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার কোনও ব্যবস্থা নেই। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি যোগ করে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। Social Welfare Section, Collectorate, Jhargram District-এ আবেদনপত্র জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।