Central Goverment Jobs : অষ্টম পাসে কেন্দ্রীয় সরকারের চাকরি, এবার ১৫ বছর বয়সেই মাস গেলে মিলবে বেতন
Central Goverment Jobs : কেন্দ্রীয় সরকারি সংস্থায় একাধিক নিয়োগ করা হচ্ছে। ২১ জুলাই অবধি করা যাবে আবেদন।
কেন্দ্রীয় সরকারের সংস্থায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দশম শ্রেণি পাস করলেই বিভিন্ন একাধিক পদে করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)
পদের নাম :
ট্রেড অ্যাপ্রেনটিস (Trade Apprentice)
কর্মস্থল :
প্রার্থীদের মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হবে।
শূন্যপদ :
মোট ৪৪৫ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
গ্রুপ A কর্মীদের দশম পাস হলেই এই চাকরিতে আবেদন করা যাবে। গ্রুপ B কর্মীদের আইটিআই পাস করতে হবে। গ্রুপ সি কর্মীদের অষ্টম পাসেই মিলবে চাকরি।
বয়সসীমা :
গ্রুপ A এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। গ্রুপ B এর জন্য বয়স হবে ১৬ থেকে ২১ বছরের মধ্যে। এবং গ্রুপ C এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
আবেদন মূল্য :
জেনারেল/OBC/EWS/AFC ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। SC/ST/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
বেতন :
মাসে ২,৫০০ থেকে ৮,০৫০ টাকা
নির্বাচনের পদ্ধতি :
প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। তারপর অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবদনের শেষ তারিখ :
২১ জুলাই অবধি করা যাবে আবেদন
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
এই পদে আবেদনের জন্য ক্লিক করুন