Research Associate-I Recruitment : রাজ্যে রিসার্চ অ্য়াসোসিয়েট নিয়োগ, মাস গেলে মিলবে প্রায় ৫০ হাজার টাকা বেতন 

Research Associate-I Recruitment : ইন্ডিয়ান অ্যাসোসিয়েট ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে। বেতন মাসে ৪৭ হাজার টাকা।

Research Associate-I Recruitment : রাজ্যে রিসার্চ অ্য়াসোসিয়েট নিয়োগ, মাস গেলে মিলবে প্রায় ৫০ হাজার টাকা বেতন 
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 9:30 AM

স্কুল জীবন থেকেই আমরা নিজেদের কেরিয়ার , ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিই। সেই মতো শুরু হয়ে যায় পছন্দের বিষয়কে নিয়ে পড়াশোনার জগতে এগিয়ে যাওয়া। কেউ যেমন সাহিত্য নিয়ে এগিয়ে যায়। আবার কারোর বিজ্ঞানই ধ্যান-জ্ঞান হয়ে ওঠে। এবার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা প্রার্থীদের জন্য এল সুখবর। রাজ্যেই চাকরির খবর স্নাতকোত্তরদের। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

রিসার্চ অ্যাসোসিয়েট-I পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ :

১ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

নিয়োগকারী সংস্থা :

ইন্ডিয়ান অ্যাসোসিয়েট ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (Indian Association for the Cultivation of Science)

শিক্ষাগত যোগ্যতা :

IACS-র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে ভৌত বিজ্ঞানে স্নাতকোত্তর করতে হবে। এর পাশাপাশি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করতে হবে আবেদনকারীকে।

বেতন :

মাস গেলে মিলবে ৩৫ হাজার থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত বেতন।

আবেদন ফি :

এই পদে আবেদনের জন্য কোনওরকম আবেদনমূল্য লাগবে না।

আবেদন প্রক্রিয়া :

অনলাইনে করা যাবে আবেদন। ইমেলে আবেদনপত্র পাঠানো যাবে।

কীভাবে করবেন আবেদন ?

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিম্নোক্ত ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে পারেন।

ইমেল আইডি : msbd@iacs.res.in, bdiacs@gmail.com

নির্বাচন পদ্ধতি :

অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমেই করা হবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন।

আবেদনের শেষ তারিখ :

২৭ জুলাই অবধি করা যাবে আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন