SAI Recruitment 2022: আপনি কি খেলাধুলোয় আগ্রহী? তবে স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার এই শূন্যপদে আবেদন করুন এখনই…

SAI Recruitment 2022: ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টা অবধি আবেদন পাঠানো যাবে।

SAI Recruitment 2022: আপনি কি খেলাধুলোয় আগ্রহী? তবে স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার এই শূন্যপদে আবেদন করুন এখনই...
স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 8:00 AM

নয়া দিল্লি: আপনি কি খেলাধুলো নিয়ে আগ্রহী? অলিম্পিক বা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন? তবে আপনার জন্য রয়েছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত, তাদের কোচ বা প্রশিক্ষক পদে নিয়োগ করা যাবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্য়া-

স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় মোট ৪টি শূন্য়পদ রয়েছে।

  • অ্যাথলেটিক্স- ১টি শূন্যপদ রয়েছে।
  • সাইকেলিং- ১টি শূন্য়পদ রয়েছে।
  • ফুটবল- ১টি শূন্যপদ রয়েছে।
  • ওয়েটলিফ্টিং- ১টি শূন্যপদ রয়েছে।

আবেদন পাঠানোর শেষ তারিখ– ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টা অবধি আবেদন পাঠানো যাবে।

শিক্ষাগত যোগ্যতা-

স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় কোচ পদে আবেদনকারীদের স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া বা দেশের বা আন্তর্জাতিক কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা বা সমতূল্য কোনও ডিগ্রি থাকতে হবে।

এছাড়া অলিম্পিক বা আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে হবে আবেদনকারীদের, কিংবা দ্রোণাচর্য পুরস্কারপ্রাপ্ত হতে হবে।

বেতন-

কোচ পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা অবধি হতে পারে অভিজ্ঞতা ও পে লেভেলের উপর ভিত্তি করে।

নিয়োগ প্রক্রিয়া-

ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে।