TSPSC recruitment 2022: সরকারি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন? চোখ বুজে এই পদগুলির জন্য আবেদন করুন
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১৫৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪৪ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস কমিশন কমিশন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। ১৪ অক্টোবর অবধি এই পদে আবেদন করা যাব। আগ্রহী চাকরিপ্রার্থীরা www.tspsc.gov.in ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১৫৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪৪ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৩২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল সহ একাধিক ক্ষেত্রের ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। এক বিভাগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। শিক্ষাগত যোগ্যতা জানতে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীকে প্রথমে www.tspsc.gov.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
এরপর ‘New Registration OTR’ এ গেলে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদনপত্র পূরণ করে যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে।
ফর্ম জমা দিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।