পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ, ১ নভেম্বর থেকে আবেদন শুরু

পাবলিক হেলথ ম্যানেজার পদে আবেদনের জন্য সোশ্যাল সায়েন্সে স্নাতক পাশ করে থাকতে হবে। হিউম্যান রিসোর্স বা হেলথ কেয়ার বিভাগে এমবিএ পাশ করে থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ, ১ নভেম্বর থেকে আবেদন শুরু
পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 7:31 AM

কলকাতা: পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি (WBSHFWS)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল আর্বান হেলথ মিশন এই নিয়োগ করা হবে। পাবলিক হেলথ ম্যানেজার পদে পশ্চিমবঙ্গে ৩২ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত উল্লেখিত রয়েছে।

পাবলিক হেলথ ম্যানেজার পদে আবেদনের জন্য সোশ্যাল সায়েন্সে স্নাতক পাশ করে থাকতে হবে। হিউম্যান রিসোর্স বা হেলথ কেয়ার বিভাগে এমবিএ পাশ করে থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। এই পদের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। এবং তা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।