CID Recruitment 2022: আপনিও কি গোয়েন্দা বিভাগে কাজ করতে চান? CID দফতর দিচ্ছে কর্মসংস্থানের দারুণ সুযোগ…

CID Recruitment 2022:ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডিতে কর্মীনিয়োগ করা হবে। জানা গিয়েছে, মোট ৭৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।

CID Recruitment 2022: আপনিও কি গোয়েন্দা বিভাগে কাজ করতে চান? CID দফতর দিচ্ছে কর্মসংস্থানের দারুণ সুযোগ...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:00 AM

কলকাতা: চাকরির খোঁজ করছেন অনেকদিন ধরে? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। রাজ্যে নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডিতে কর্মীনিয়োগ করা হবে। জানা গিয়েছে, মোট ৭৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। পোস্টিং হবে রাজ্যেই। বিস্তারিত তথ্য জানতে www.cidwestbengat.gov.in- এ লগ ইন করতে পারেন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

রাজ্যের সিআইডি বিভাগে মোট ৭৯ টি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ-

এক্সপার্ট লেভেল ২- ১টি শূন্যপদ সায়েন্টিফিক এক্সামিনার- মোট ৪টি শূন্যপদ রয়েছে। সুপারভাইজর লেভেল ১- মোট ২টি শূন্যপদ রয়েছে। সুপারভাইজর লেভেল ৩- মোট ১৬টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অ্য়ানালিস্ট- মোট ৪২টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর- ২টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর- ১টি শূন্যপদ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর- মোট ১১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে এই আবেদন করা যাবে। www.cidwestbengat.gov.in- এ লগ ইন করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া-

লিখিত পরীক্ষার মাধ্য়মেই এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।

বেতন-

১৩ হাজার টাকা থেকে বেতন শুরু। সর্বোচ্চ বেতন হবে ৩৮ হাজার টাকা।