Job cuts in Philips: কয়েক হাজার কর্মী ছাঁটাই করল Philips, ‘কঠিন সিদ্ধান্ত’ বললেন CEO

Job cuts in Philips: সিইও-র দাবি, এই বিষয়টাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না সংস্থা। ক্ষতিগ্রস্থ কর্মীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের বার্তাও দিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:41 PM
Job cuts in Philips: কয়েক হাজার কর্মী ছাঁটাই করল Philips, ‘কঠিন সিদ্ধান্ত’ বললেন CEO

1 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

2 / 5
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

3 / 5
Job cuts in Philips: কয়েক হাজার কর্মী ছাঁটাই করল Philips, ‘কঠিন সিদ্ধান্ত’ বললেন CEO

4 / 5
Job cuts in Philips: কয়েক হাজার কর্মী ছাঁটাই করল Philips, ‘কঠিন সিদ্ধান্ত’ বললেন CEO

5 / 5
Follow Us: