WBPSC Recruitment: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, কোন পদে হবে নিয়োগ?

Public service: ডিস্ট্রিক্ট অফিসার পদে নিয়োগ করা হবে বলেই প্রকাশিত বিজ্ঞপ্তি জানা গিয়েছে।

WBPSC Recruitment: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, কোন পদে হবে নিয়োগ?
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 1:00 AM

কলকাতা: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিস্ট্রিক্ট অফিসার পদে নিয়োগ করা হবে বলেই প্রকাশিত বিজ্ঞপ্তি জানা গিয়েছে। ১৯ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখার ইঞ্জিনিয়ারিংয়ের ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। এছাড়াও ছ’বছরের গবেষণা অথবা শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। সব মিলিয়ে মোট ৬টি পদে নিয়োগ করা হবে।

বয়স: ০১/০১/২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এই পদের জন্য প্রতি মাসে ৬৭,৩০০/- টাকা থেকে ১,৭৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন ফি: সাধারণ আবেদনকারীদের জন্য ২১০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন