TMC Candidate List: টিকিট পাননি সক্রিয় কর্মীরা, মদন মিত্রকে ঘিরে বিক্ষোভ কর্মীদের
TMC Candidate List: উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় দেখা যায় বিক্ষোভের ছবি। তবে বিধায়ক মদন মিত্রের দাবি, নজিরবিহীন প্রার্থী তালিকা তৈরি করেছে তৃণমূল।
কামারহাটি: তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে শুক্রবার সন্ধেয় পারদ চড়ল বাংলার রাজনীতিতে। শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপরই অন্যান্য জেলার মতোই বিক্ষোভের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। প্রার্থী হতে না পারায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় বিধায়ক মদন মিত্রকে ঘিরে। যদিও তালিকা নিয়ে খুশি বিধায়ক। কামারহাটি পুরসভায় টিকিট পেয়েছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্রকে টিকিট দেওয়া হয়েছে।
তৃনমূলের অন্যতম সস্ক্রিয় কর্মী গুড্ডু আনসারি প্রার্থী হতে না পারায় কামারহাটিতে বিক্ষোভ দেখান তাঁর সমর্থকেরা। বিধায়ক মদন মিত্র কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার সন্ধেয়। প্রার্থী না করলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ক্ষুব্ধ দলীয় কর্মীরা।
এ দিন খড়দহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ বিটি রোড অবরোধ করা হয়। খড়দহ স্টেশনে রেল অবরোধও করেন তৃণমূল কর্মীরা। ২৫ মিনিট মতো চলে সেই অবরোধ। তারপর তারা অবরোধ তুলে নেন।
তবে প্রার্থী তালিকা দেখে খুশি মদন মিত্র। তিনি বলেন, ‘আমি সর্বভারতীয় কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক ছিলাম। এমন কোনও পদ নেই যেখানে আমি যাইনি। তবে আজ তৃণমূল দেখিয়ে দিয়েছে, একটা সর্বভারতীয় দলকে কী ভাবে চলতে হয়।’ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলতে হবে দেশের সব বিরোধী দলগুলিকে।
প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, একটা কেন্দ্রে ৬ জনই তাজা ক্যান্ডিডেট। কাউকে তো টিকিট দিতেই হবে। তাঁর দাবি, সমতা রেখে প্রার্থী তালিকা তৈরি করেছে শীর্ষ নেতৃত্ব। ধর্মের ভেদাভেদ না দেখেই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান বিধায়ক। মদনের মতে, এই তালিকায় সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনজাতি থেকে শুরু করে দলের পুরনো কর্মী, সবাইকেই জায়গা দেওয়া হয়েছে।