TMC Candidate List: ঘাসফুলের তালিকায় বিজেপি কর্মীর নাম! সরাসরি ‘আইপ্যাক’কে নিশানা কৃষ্ণেন্দুর
TMC Candidate List: তাঁর দাবি, দলের শীর্ষ নেতৃত্ব নয়, প্রার্থী বাছাই করেছে প্রশান্ত কিশোরের সংস্থা। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
ইংরেজবাজার: পুরসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা (TMC Candidate List) সামনে আসতেই বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়। কোথাও রাস্তা আটকে, কোথাও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন প্রার্থীরা। পরে সংশোধিত তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তবে তালিকা হাতে পেয়েই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu narayan chowdhury)। তাঁর দাবি, বিজেপি কর্মীর নামও রয়েছে ঘাসফুলের প্রার্থী তালিকায়। বেশ কয়েকটি ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর। সে বিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানাবেন বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, এই তালিকা তৈরি হয়েছে আসলে আইপ্যাকের কথায়। নাম না করে সরাসরি প্রশান্ত কিশোরের সংস্থাকে নিশানা করেছেন তিনি।
শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই মালদহের এই দাপুটে নেতা দাবি করেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসেননি এমন কর্মীদেরও টিকিট দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই সব কর্মীরা যে তৃণমূলে যোগ দেননি, তার যথেষ্ট প্রমাণও সংরক্ষিত আছে তাঁর কাছে। প্রয়োজনে তিনি রাজ্য নেতৃত্বের হাতে সেই প্রমাণ তুলে দেবেন বলে জানিয়েছেন।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ দিন বলেন, ‘লিস্টে দেখা যাচ্ছে, যাঁরা কোনও দিন তৃণমূলে যোগ দেননি, তাঁরা তালিকায় আছেন। এতে মানুষের কী ধারণা হবে? তৃণমূল কর্মীদে কী ধারণা হবে?’ তাঁর কথায়, ওই যে এজেন্সিগুলো সার্ভে করতে নেমেছিল, তারাই এই তালিকা তৈরি করেছে। অর্থাৎ নাম না করে আইপ্যাককেই নিশানা করেছেন তিনি। উল্লেখ্য, সংশোধিত তালিকায় নাম রয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতার নামও রয়েছে তালিকায়।
অন্যদিকে, একই দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের নেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তাঁরও দাবি, এখনও বিজেপিতে আছে এমন ১-২ জনের নাম রয়েছে এই তালিকায় আছে। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে যারা চিহ্নিত ছিল, এখনও যাদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রয়েছে, তাঁদের নাম এই প্রার্থী তালিকায় দেখে তিনি মর্মাহত বলে জানিয়েছেন মন্ত্রী।