Asansol Municipal Election: ‘ড্যামেজ হয়েছে ইভিএম’, আসানসোলের এই ২টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের সম্ভাবনা

Municipal Elections 2022: সূত্রের খবর, শনিবার সকাল থেকে ওই দুটি বুথে ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ ওঠে। এলাকার মানুষই ভোট দিতে পারছিলেন না তাই তাঁরা পুনর্নির্বাচনের দাবি তোলেন।

Asansol Municipal Election: 'ড্যামেজ হয়েছে ইভিএম', আসানসোলের এই ২টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের সম্ভাবনা
রাজ্য নির্বাচন কমিশন, ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 7:47 PM

পশ্চিম বর্ধমান: শনিবার আসানসোল-সহ চার পুরনিগমের  নির্বাচন (Municipal Elections 2022)। এদিন সকাল থেকেই বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। কখনও বুথের বাইরে গুলি চালিয়ে, কখনও ভুয়ো ভোটার দিয়ে দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে।  আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডের এর বক্সবন্দি ফ্রি প্রাইমারি স্কুলের বুথে এবং ৪০ নম্বর ওয়ার্ডের ৭, ৮ ও ৯ নম্বর বুথে ইভিএম-এ ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ইভিএম ড্যামেজ হওয়ায় ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের সম্ভবনা রয়েছে বলেই খবর কমিশন সূত্রে। তবে নির্বাচন কমিশন এ কথা নিশ্চিত করেছে যে উল্লিখিত বুথে ইভিএম ড্যামেজ হয়েছে। তাই স্ক্রুটিনি করে পুনর্নিবাচন করতে পারে কমিশন। শনিবার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেই খবর সূত্রের।

সূত্রের খবর, শনিবার সকাল থেকে ওই দুটি বুথে ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ ওঠে। এলাকার মানুষই ভোট দিতে পারছিলেন না তাই তাঁরা পুনর্নির্বাচনের দাবি তোলেন। অভিযোগ, বুথের মধ্যেই নির্বাচন চলাকালীন দুষ্কৃতীরা হামলা করে ও ভাঙচুর চালায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পুলিশ কোনও পদক্ষেপও করেনি বলে অভিযোগ ওঠে। ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। অবশেষে বিকেলে কমিশন স্পষ্ট জানায়, ওই দুটি বুথে ইভিএম নষ্ট হয়েছে।

শুধু এই দুটি বুথে নয়, আসানসোলের ৯ নম্বর ওয়ার্ডের বোগড়া রিফিউজি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ১১১ নম্বর বুথ দখল করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী থেকে পোলিং এজেন্টরা অভিযোগ করছেন, ভুয়ো ভোটার ধরতে ধরতেই ক্লান্ত হয়ে গিয়েছেন তাঁরা। অভিযোগ শনিবার, বেলা গড়াতেই বুথ দখল করে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই দেদারে চলে ছাপ্পাভোট। আটকাতে গিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

এদিকে, বুথ দখলের অভিযোগ পেয়েই বিশাল পুলিশ বাহিনী গিয়ে হাজির হয়।  বুথের সামনে থাকা জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কুইক রেসপন্স টিম ও আর টি মোবাইল-সহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়।

শনিবার আসানসোলে পুরভোট শুরু হওয়ার পর থেকেই নানা অভিযোগ উঠতে শুরু করে এখানে। কোথাও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কোথাও আবার বুথে গুলি চালানোর অভিযোগ ঘিরে বারবার শিরোনামে উঠে আসে আসানসোল। এবার আসানসোল দক্ষিণের ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও ছেলেকে অপহরণের অভিযোগ ওঠে।

বস্তুত, পুরভোটে প্রথম থেকেই বেশ কড়া কমিশন। বিরোধীরা বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়েছিল। কিন্তু, রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এদিকে, কমিশের ভূমিকায় প্রথম থেকেই অসন্তুষ্ট হাইকোর্ট। এই পরিস্থিতিতে যদি কোনওরকম কোনও বড় বিক্ষোভ বা অশান্তি হয়, তাহলে কমিশনকে দায়বদ্ধ থাকতেই হবে। নয়ত, রাজ্যের বাকি পুরভোটগুলিতে কমিশনের হাত থেকে ক্ষমতার রাশ চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যপুলিশের বদলে পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী দিয়েও নির্বাচন করানো হতে পারে। তাই আগেভাগেই কড়া কমিশন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই কমিশনের এই পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

শনিবারের ভোটে চার পুরনিগমের জন্য ৯ হাজার বাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে সাড়ে আট হাজার থাকছে বুথের দায়িত্বে। বাকি ৫০০ বাহিনী থাকছে কুইক রেসপন্স টিম, নাকা চেকিং ইত্যাদির জন্য। কমিশনের তরফে জানানো হয়েছে চার পুরনিগমের নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনী রয়েছে, রয়েছে লাঠিধারীও। ১০০ শতাংশ বুথেই রয়েছে সিসিটিভি।

আরও পড়ুন: WB Municipal Election 2022 LIVE Updates: ভোট শুরু হতেই ভুয়ো ভোটারের অভিযোগ বিধাননগরে

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা