Calcutta HC On Central Force: ‘ভোটারদের আস্থা বাড়ে…’ পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই মত হাইকোর্টের

Calcutta HC On Central Force: এদিনের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দেন, কলকাতা পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা একেবারেই সন্তোষজনক ছিল না।

Calcutta HC On Central Force: 'ভোটারদের আস্থা বাড়ে...' পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই মত হাইকোর্টের
পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী? (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 3:43 PM

কলকাতা: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই মত হাইকোর্টের। কেন্দ্রীয় বাহিনী দিলে ভোটদাতাদের আস্থা বাড়বে। মত হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, বাহিনী নিয়ে তাদের বিস্তারিত পরিকল্পনা রয়েছে। পুরভোটে শুধু বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দারস্থ হন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ওয়ার্ডের ভোটারকে পোলিং এজেন্ট, একই দিনে গণনা চেয়ে মামলা করেন ছবি বসু। গত সোমবার প্রধান বিচারপতি নির্দেশ দেন, কমিশন ও রাজ্য জানাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবছে তারা। বুধবার রিপোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভাবনার কথা উল্লেখ করে জানায় কমিশন।

এদিনের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দেন, কলকাতা পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা একেবারেই সন্তোষজনক ছিল না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী দেয়, তাহলে ভোটারদের আস্থা বাড়ে।

বিজেপি নেতা আদালতকে জানান, ১২ ফেব্রুয়ারি বিধাননগর কর্পোরেশনের ভোট। গত রবিবার রাত থেকেই নিউটাউন, নারায়ণপুর, মহিষবাথানের মতো এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়েছে। এক্ষেত্রে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতিতে বিধাননগরে শান্তিপূর্ণ ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি।

বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে হাইকোর্টে এই সপ্তাহেই পিটিশন দাখিল করে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের ভোট রাজ্য পুলিশ দিয়েই করানো হবে।

এক্ষেত্রে উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনের সময়ে বিধাননগরে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। ভোটের দিন প্রকাশ্যেই হকি স্টিক নিয়ে লাফালাফি, বাঁশ হাতে তাণ্ডব, আবাসনে ঢুকে উন্মত্ত দাপাদাপি, হামলা, আবাসিক ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সাত বছর আগের সেই সন্ত্রাসের কথা উল্লেখ করে বিজেপি।

এদিনের শুনানিতে বিচারপতি রাজ্য এবং রাজ্য নির্বাচনের কমিশনের তরফে বিধাননগর পুরভোটে নিরাপত্তার বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চান। চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরভোটের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করা হয়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা