Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mallikarjun Kharge: ‘সাপ’, ফের মোদী সম্পর্কে কুকথা; নিজের মন্তব্যের ‘বিষ’ই গিলতে হল খাড়্গেকে

Mallikarjun Kharge calls PM Modi Poisonous Snake: ভোটমুখী কর্নাটকের কালবুর্গীতে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিষাক্ত সাপের' সঙ্গে তুলনা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তীব্র সমালোচনার মুখে পড়ে, নিজের মন্তব্য বদলাতে বাধ্য হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

Mallikarjun Kharge: 'সাপ', ফের মোদী সম্পর্কে কুকথা; নিজের মন্তব্যের 'বিষ'ই গিলতে হল খাড়্গেকে
ফের প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা কংগ্রেস সভাপতির
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 11:15 PM

বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষাক্ত সাপের’ সঙ্গে তুলনা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ভোটমুখী কর্নাটকের কালবুর্গীতে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে খাড়্গে বলেন, “প্রধানমন্ত্রী মোদী একটি ‘বিষাক্ত সাপের’ মতো। আপনার মনে হতেই পারে এটা কি সত্যিই বিষ? পরীক্ষা করার জন্য আপনি যদি এটি চেটে দেখতে যান, তবে আপনার মৃত্যু অবধারিত।” স্বাভাবিকভাবেই কংগ্রেস প্রধানের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তীব্র সমালোচনার মুখে পড়ে, নিজের মন্তব্য বদলাতে বাধ্য হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা। বিজেপি নেতাদের সমালোচনার মুখে খাড়্গে দাবি করেছেন, তাঁর মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে ছিল না। তিনি বলতে চেয়েছেন যে বিজেপির আদর্শ হল “সাপের মতো”।

মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের প্রতিক্রিয়ায়, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, যে কংগ্রেস প্রধানের বক্তব্য সনিয়া গান্ধীর বক্তব্যের থেকেও খারাপ। উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে, নরেন্দ্র মোদী সম্পর্কে ইউপিএ চেয়ারপার্সন বলেছিলেন, “মওত কা সওদাগর”। সেই মন্তব্যের কথা উল্লেখ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “কংগ্রেস মল্লিকার্জুন খাড়্গেকে দলের সভাপতি করেছে। কিন্তু কেউ তাঁকে সভাপতি বলে মনে করে না। তাই তিনি এমন একটি বিবৃতি দেওয়ার কথা ভেবেছেন, যা সনিয়া গান্ধীর করা মন্তব্যের থেকেও খারাপ।”

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের মতে, কর্ণাটককে দলের পরাজয় হবে উপলব্ধি করেই কংগ্রেস নেতা তাঁর “হতাশার” বহিপ্রকাশ ঘটিয়েছেন। তিনি টুইট করেছেন, “এখন কংগ্রেস সভাপতি খাড়্গে প্রধানমন্ত্রী মোদীকে বিষাক্ত সাপ বলছেন। আমরা জানি সনিয়া গান্ধীর ‘মওত কা সওদাগর’ মন্তব্যের পরিণতি কী হয়েছিল। কংগ্রেস নতুন গভীরতায় ডুবে যাচ্ছে। এই হতাশা থেকেই স্পষ্ট যে, কংগ্রেস কর্ণাটকে জমি হারাচ্ছে এবং তারা এটা জানে।”

বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এই মন্তব্যের জন্য খাড়্গের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “মল্লিকার্জুন খাড়্গে একজন প্রবীণ নেতা এবং কংগ্রেসের সভাপতি। তিনি বিশ্বকে কী বলতে চান? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সমগ্র বিশ্ব তাঁকে সম্মান করে। প্রধানমন্ত্রীর জন্য এই ধরনের ভাষার ব্যবহার দেখায় যে কংগ্রেস কোন স্তরে নেমে গিয়েছে। আমরা চাই তিনি (খাড়্গে) দেশের কাছে ক্ষমা চান।”

এই তীব্র সমালোচনার মুখে মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, “আমি কখনই ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীর প্রতি এই মন্তব্য করিনি। আমি যা বলেছি তা হল, তাদের (বিজেপি) আদর্শ একটি সাপের মতো এবং আপনি যদি তা স্পর্শ করার চেষ্টা করেন তবে আপনার মৃত্যু নিশ্চিত।” তবে, তাঁর এই সাফাইয়ে চিড়ে ভিজছে না। এর আগেও অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কটু কথা বলে সমালোচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। গত বছর, গুজরাট নির্বাচনে প্রচার পর্বে, আহমেদাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে, খাড়্গে মোদীকে “শত মস্তক বিশিষ্ট রাবণ” বলেছিলেন। খাড়্গে বলেন, “মোদীজি প্রধানমন্ত্রী। তাঁর কাজ ভুলে গিয়ে, তিনি কর্পোরেশন নির্বাচন, এমএলএ নির্বাচন, এমপি নির্বাচন, সর্বত্র প্রচার চালিয়ে যাচ্ছেন। সব সময় তিনি নিজের সম্পর্কে কথা বলছেন। বলছেন, আপনাকে আর কাউকে দেখতে হবে না, শুধু মোদীকে দেখুন, আর ভোট দিন। আমরা কতবার আপনার মুখ দেখব? আপনার কত রূপ? আপনার কি রাবণের মতো ১০০টি মাথা আছে?”

কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!