Asansol Municipal Election: সব কেন্দ্রে মনোনয়নই জমা দিতে পারল না বাম ও কংগ্রেস, ‘কাঠগড়ায়’ তৃণমূলের ‘শাসানি’

Left and Congress: আসানসোল পুরভোটে (Asansol Municipal election 2021) সব কেন্দ্রেই মনোনয়ন জমা দিতে পারল না বাম (Left) ও কংগ্রেস (Congress)।

Asansol Municipal Election: সব কেন্দ্রে মনোনয়নই জমা দিতে পারল না বাম ও কংগ্রেস, 'কাঠগড়ায়' তৃণমূলের 'শাসানি'
আসানসোলে পুরভোটে সব আসনে প্রার্থী দিতে পারল না বাম কংগ্রেস। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 8:40 PM

আসানসোল: আসানসোল পুরভোটে (Asansol Municipal election 2021) সব কেন্দ্রেই মনোনয়ন জমা দিতে পারল না বাম (Left) ও কংগ্রেস (Congress)। প্রার্থী (Candidate) দিতে না পারার পিছনে দু’পক্ষই শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের দাবি, তৃণমূল গুণ্ডাদের হুমকির ভয়ে প্রার্থী দেওয়া যায়নি।

সোমবার সাতসকালে বামেদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় আসানসোলে। সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয় পুলিশের। তাঁর দাবি, মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে শাসক দলের এক নিয়ম আবার বিরোধীদের অন্য নিয়ম চলছে বকলমে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে রীতিমতো বিবাদ বাধে বাম নেতাদের। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

শেষে দেখা যায় বামেরা ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯৫ টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে বামেরা প্রার্থী দেয়নি বলে জানা গিয়েছে। এই ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, “৭৭ নম্বর ওয়ার্ডে বামেরা নির্দল প্রার্থীকে সমর্থন করবে। এছাড়াও প্রার্থী দেওয়া হয়েছে, এমন কোনও ওয়ার্ডে যদি আমাদের মনে হয়, কোন নির্দল প্রার্থী শক্তিশালী, তাঁর জয়ের সম্ভাবনা আছে, তাহলে সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করব। যাতে সাম্প্রদায়িক বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে হারানো যায়”।

জানা গিয়েছে, ৯৫টি ওয়ার্ডের মধ্যে বামেদের বড় শরিক সিপিএম প্রার্থী দিয়েছে ৬৮টি-তে। বাকি তিন বাম শরিক সিপিআই ৮ টি, আরএসপি ৬ এবং ফরওয়ার্ড ব্লক ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে।

অন্যদিকে, ৬২টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু ৫৯টি ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “শাসক দলের তরফে দলের প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা বিশেষ করে কুলটি এলাকায় হয়েছে। সেই কারণে নাম ঘোষণার পরেও তিনটি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। আমরা ঝুঁকিও নিতে চাইনি।” তিনি আরও বলেন, “যেসব ওয়ার্ডে আমরা প্রার্থী দিতে পারিনি, সেখানে দল নির্দলকে সমর্থন করবে”।

এদিন, বেশ কয়েকটি ওয়ার্ডে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতা দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৮৯ জন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যান্যরা রয়েছেন ৪ জন।

প্রশাসন সূত্রে এদিন বিকালে জানানো হয়, নির্বাচনে লড়াইয়ের জন্য ৫৬৯ টি ফর্ম তোলা হয়েছে। বিকেল তিনটের সময় মনোনয়ন জমা দেওয়ার শেষ হয়েছে। তবে এদিন ঠিক কতগুলো মনোনয়ন জমা পড়েছে, তা সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। জমা পড়া মনোনয়নপত্রগুলি মঙ্গলবার পরীক্ষা বা স্ক্রুটিনি করা হবে। ৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিন বিকালের পরে ১০৬ টি ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুন: Asansol Municipal Election: মুখে কোভিড সচেতনতার বাণী অথচ প্রার্থীরা নিজেরা মাস্কবিহীন! আর শারীরিক দূরত্ববিধি?