Municipal Elections 2022: মাঝ রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ি ‘ভাঙচুর, হামলা’, উত্তপ্ত বহরমপুর

Municipal Elections 2022: কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাঁকে আগেও তৃণমূলের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাথা নত করেননি। পরে বৃহস্পতিবার রাতে আচমকাই কয়েকজন যুবক বাইকে এসে তাঁর বাড়িতে চড়াও হয়।

Municipal Elections 2022: মাঝ রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ি 'ভাঙচুর, হামলা', উত্তপ্ত বহরমপুর
কংগ্রেস প্রার্থীর বাড়িতে 'হামলা' (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 11:51 AM

মুর্শিদাবাদ: আবারও উত্তেজনা মুর্শিদাবাদে। কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। পুরভোটের আগে উত্তেজনা বহরমপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের বাড়িতে হামলা চালায়। বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালায়। প্রার্থীর নাম করে গালিগালাজ দেওয়া হয় বলে অভিযোগ। প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিতেই এই হামলা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাঁকে আগেও তৃণমূলের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাথা নত করেননি। পরে বৃহস্পতিবার রাতে আচমকাই কয়েকজন যুবক বাইকে এসে তাঁর বাড়িতে চড়াও হয়। লাঠি, লোহার রড দিয়ে তাঁর বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা হয় বলে অভিযোগ। সে সময় ঘরের বাইরে বের হননি স্বপন। তাঁর নাম ধরে গালিগালাজ দেওয়া হতে থাকে বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগ তুলেছেন তিনি।

স্বপনের কথায়, “সাড়ে এগারোটার কিছু পরে। খাওয়ার পর আমি ঘরে বসে কাগজ পড়ছি। সেসময় কিছু ছেলের আওয়াজ। গলির মধ্যে উৎপাত করছিল। দরজায় এসে লাথি মারছে। বেরিয়ে আয় বলে হুমকি দেয়। গালি দিতে থাকে। শুধু গালিই দিতে থাকে। আমার সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। সেক্ষেত্রে ভোটের আগে এই ধরনের ব্যাপারে আর কী কারণ থাকতে পারে? বিরোধীদেরই কেউ হবে হয়তো। থানা থেকে অফিসাররা এসেছিলেন। রাতে পুলিশ প্রহরা ছিল।”

তৃণমূলের প্রার্থী বলেন, “বিরোধীরা বিভিন্ন রকমের কথাবার্তা এখন বলবেন। ভোট এসেছে। তৃণমূল কখনও বহরমপুর শহরে এই ধরনের রাজনীতি করেনি। করবেও না। সর্বোপরি নাড়ুগোপাল মুখোপাধ্যায় যখন আছেন, তখন ভোট শান্তিপূর্ণই হবে, সেটা সবাই জানে। তৃণমূলেরই জয় হবে।”

তবে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, হুমকির অভিযোগ উঠছে। বৃহস্পতিবারই বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তাঁকে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।

কংগ্রেস প্রার্থীর বক্তব্য, সন্ধ্যা থেকেই বাড়ির সামনের রাস্তার লাইট বন্ধ ছিল। অনান্য দিন লাইট জ্বলে। তবে প্রথমটায় এই ঘটনায় বিশেষ আমল দেননি তাঁরা। রাতের খাবার তখন সারা হয়ে গিয়েছে। আচমকাই বাড়ির বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পান তাঁরা। তবে তাঁরা সেসময় কেউই ঘর থেকে বের হননি। তারপরই পরপর দুটি গুলির শব্দ শুনতে পান। কংগ্রেস প্রার্থীর দাবি, বাইরে থেকে কয়েকজন যুবক মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। অন্ধকারের তাদের কারোর মুখই দেখতে পাননি তাঁরা। সেসময়ে ভয়ে ঘরের বাইরেও বের হনি। কিছুক্ষণ গালিগালাজ করার পর সেখান থেকে চলে যায় যুবকরা।

এছাড়াও বুধবার রাতে ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীদেরও মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁরা থানার দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার রাতে ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা