Arvind Kejriwal’s Campaign for Punjab Poll: ২ দিনের সফর দিয়েই শুরু ‘মিশন পঞ্জাবে’র, বড় চমকও রাখছেন কেজরীবাল

Arvind Kejriwal to Start Mission Punjab: দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী লুধিয়ানায় আয়োজিত একটি দলীয় বৈঠকে যোগ দিতে পারেন। এদিকে, কংগ্রেসের তরফেও দলীয় কর্মীদের নিয়ে আগামিকালই লুধিয়ানায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

Arvind Kejriwal's Campaign for Punjab Poll: ২ দিনের সফর দিয়েই শুরু 'মিশন পঞ্জাবে'র, বড় চমকও রাখছেন কেজরীবাল
পঞ্জাবেও কোমর বেঁধে প্রচারে নামছেন কেজরীবাল। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 8:31 PM

চণ্ডীগঢ়: হাতে গোনা আর কয়েকটা মাসই বাকি, তারপরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। তাই আর দেরী না করে, আগামিকাল, সোমবার থেকেই পঞ্জাবে নির্বাচনী প্রচার শুরু করছেন দিল্লির মুখ্য়মন্ত্রী তথা আম আদমি পার্টি(Aam Admi Party)-র নেতা অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)।  দু’দিনের সফর দিয়েই তিনি শুরু করছেন “মিশন পঞ্জাব”।  মোগা (Moga) ও অমৃতসর(Amritsar)-ই তিনি আপাতত নির্বাচনী প্রচীর সারবেন কেজরীবাল। সেখানেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করতে পারেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সোমবার পঞ্জাবে দুদিনের সফরে গেলেও আগামী মাস থেকেই আপ নেতা কেজরীবাল পুরোদমে প্রচার শুরু করবেন। দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও একাধিক কর্মসূচির ঘোষণাও হতে পারে আগামিকাল। রবিবারই এই মর্মে আম আদমি পার্টি পঞ্জাবের তরফে বিবৃতি প্রকাশ করা হয়।

পঞ্জাবে আপের রাজ্য সভাপতি তথা সাংসদ ভাগবন্ত মান (Bhagwant Mann) জানান, সোমবার দুদিনের জন্য় রাজ্য সফরে আসছেন অরবিন্দ কেজরীবাল। তিনি মোগা থেকে পঞ্জাব ও সমস্ত পঞ্জাববাসীদের জন্য বিশেষ ঘোষণা করবেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে মোগা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জেলা। গতবারের বিধানসভা নির্বাচনেও কেজরীবাল দলের ইস্তেহার মোগায় কৃষকদের সঙ্গে একটি মিছিলেই প্রকাশ করেছিলেন। পঞ্জাবের প্রতিটি রাজনৈতিক দল, কংগ্রেস, বিজেপি, শিরোমণি আকালি দল এবং আম আদমি পার্টি মোগায় বড় জনসভা ও প্রচার মিছিলের পরিকল্পনা করেছে। বর্তমানে মোগার বিধায়ক হলেন কংগ্রেসের হারজ্যোত কমল সিং।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী লুধিয়ানায় আয়োজিত একটি দলীয় বৈঠকে যোগ দিতে পারেন। এদিকে, কংগ্রেসের তরফেও দলীয় কর্মীদের নিয়ে আগামিকালই লুধিয়ানায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ও প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুও। একই দিনে দুই হেভিওয়েট নেতার দলীয় বৈঠক থাকায়  ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লুধিয়ানায়।

নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে পঞ্জাবে। আজই ফেসবুক পোস্ট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, তিনি পাটিয়ালা থেকে নির্বাচনে লড়বেন। কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে বিঁধে তিনি বলেছেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে আমি পাটিয়ালা থেকে  লড়ব। বিগত ৪০০ বছর ধরে পাটিয়ালা আমাদের সঙ্গে রয়েছে এবং সিধুর জন্য আমি এই আসন ছাড়ব না।”

অন্যদিকে, পঞ্জাব বিধানসভা নির্বাচনে নতুন মুখ হতে চলেছেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ। তিনিও পঞ্জাবের মোগা থেকেই ভোটে দাঁড়াবেন বলে জানা গিয়েছে। তিনি কোন দলে যোগ করতে চলেছেন, সে বিষয়ে এখনও কিছু না জানালেও সম্প্রতিই তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সঙ্গে দেখা করেছিলেন। অন্যদিকে, দিল্লির স্কুল পড়ুয়াদের জন্য চালু করা “দেশ কা মেন্টর” কর্মসূচির ব্রান্ড অ্যাম্বাসডর হিসাবে সোনু সুদকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আপাতত এই দুই দলের নামই উঠে আসছে, যেখানে সোনু সুদের বোন যোগ দিতে পারেন।